Ꮌ Ꭽ ভারতবর্ষের ইতিহাস দেন । কিন্তু রাজা জয়পাল বার২ দুই বীর যুদ্ধে পরাজিক্ত হন, ইহাতে আপনাকে কাপুরুষ জ্ঞান করিয়া জ্বলন্ত চিতায় আরোহণ পুৰ্ব্বক প্রাণ ত্যাগ করেন । জয়পালের মৃত্যুর পর উtহার পুত্র অনঙ্গপাল গজনী রাজ্যের অধীনত স্বীকার করেন । -: দ্বিতীয় যাত্ৰা –মুলতানের দক্ষিণে তুভিয়ার রাজ বাঙ্গীরাও মহমুদকে নিয়মিত রাজত্ব প্রদান করেন নাই ! এজন্য মহমুদ ৩৫৯ অব্দে ঐ রাজ্য আক্রমণ করেন। রাজ্যক্রমণ করিলে বাজীরাও সম্মুখসংগ্রামে প্রবৃত্ত না হইয়া ভাভিয় নামক দুর্গমধ্যে থাকিলেন । দুর্গ উত্তমরূপে গড়বন্ধ করা ছিল, এবং হিন্দুসেনাগণ ভদ্রক্ষায় বিলক্ষণ সাহস প্রকাশ করিল, তাহাড়ে-মুয়ন্ত্র, মান সেনাগণ কয়েক দিবল পর্যন্ত দুর্গ জয় করিতে পারিল না। কিন্তু তৎপরে রাজার মনেশুকুমন একটা ভয় জন্মিল, ভাঁহাভে ভিনি দুর্গ oS. রাখিয়া, আপনি সিন্ধুনদীতীরস্থ এক অরণ্যে পলায়ন করিলেন । শক্রসেন। তাঁহার অনুসন্ধান পাইয়। র্তাহাকে অরণ্যমধ্যে বেষ্টন করিল। তখন তিনি অনন্যে"পায় হইয়া ধৰ্ম্মনাশের আশঙ্কায় আপন খঙ্গ দ্বারা আপনাকে বিনাশ করিলেন । তদনন্তর যবনাধিপতি, র্তাহার রাজধাণী লুণ্ঠন পুৰ্ব্বক অসখ্য অধ o স্বদেশে প্রত্যাগমন করিলেন।
পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) দ্বিতীয় ভাগ.djvu/২৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।