পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) দ্বিতীয় ভাগ.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

N$ శ్రీ ভারতবর্ষের ইতিহাস i • ভিনি অশ্ব হইতে অবরোহণ পূৰ্ব্বক নভঙ্গানু হইয়। পল্লমেশ্বরের নিকট এই বলিয়। প্রার্থনা করিতে লাগিলেন হে জগদীশ্বর, এইবার লক্ষ নিবারণ কর । তদমস্তর পুনৰ্ব্বার অশ্বারোহণ করিয়৷ কটক পরিভ্রমণ} পূৰ্ব্বক সেনাপতিগণকে বনীম্ভ বচনে উৎসাহ ft বলিতে লাগিলেন তোমরা এইবার স্থামার লজ্জ। রক্ষা7 কর । এই যুদ্ধ পৰ্ম্মযুদ্ধ, ইহা জয় করিতে পারিলে ইহকালে যশঃ এবং পরকালে মঙ্গল হইবে, ইহতে পর*জয় হইলে ইহুকালে অযশঃ এলৎ পর মার্থের হানি । অতএব প্রাণ পণ করিয়া যুদ্ধে অগ্রসর হও, যদি ইহাতে মৃত্যু হয় তাহাতেও পরমার্থের কার্য হইবে । এই প্রকার উৎসাহ পাই ; সৈন্যগণ জীবনাশ। পরিত্যাগ পুৰ্ব্বক, পরমেশ্বর ধন্য, এই বন করিয়। একেবারে হিন্দুসেনার উপর পড়িল । ঐ আক্রমণে পাচ সহস্র হিন্দুসৈন্য একেবারে নিহত হইল । তার ২ সৈন্যগণ ভাহা দেখিয়৷ উৰ্দ্ধশ্বাসে পলায়ন করিতে লাগিল, এবং দুর্গরক্ষক সেনাগণ তুর্থ পরিভ্যাগ করিয়! পলাইল । মহমুদ আনায়াসে মন্দির প্রবেশ করিলেন । মন্দির কিব। মনোহর ও প্রশস্ত, ষটপঞ্চাশৎ স্তম্ভে মণ্ডলাকারে পরিবেষ্টিণ্ড, ভন্মধ্যে ননি; জাতীয় রত্বে বিভূষিত বৃহৎ ২ স্বর্ণময় বিগ্রহ, মধ্যস্থলে দশ হস্ত পরিমাণ সোমনাথের শোভন মুর্ভি বিরাজমান ।