লোকবসতি । * . এবং তৎকুলোদ্ধব প্রচেতার পুত্ৰগণের উত্তর অঞ্চলে ম্লেচ্ছ দেশে আধিপত্য করিবার এ সঙ্গ উল্লেখিত 丐乙鸾目 তুৰ্ব্বসু ইষ্টতে যবন জাতির উদ্ভব হয়, ইহ মহtভfরতে লেখা আছে, কিন্তু ইস্ট র বিস্তারিত বিবরণ প্রাগু হু ওয়া যায় মাষ্ট্র । কাশ্মীর রাজ্যে হিন্দুদিগের বসতির বিশেষ ব্লভ। স্তু }ওয়া স্বয না । ঐ রাজ্য সম্পৰ্কীয় এ প্রকার এক প্রাচীন গল্প আছে যে, কাশ্মীর রাজ্য পূৰ্ব্বে জলে মগ্ন ছিল, কশ্যপ মুম ঐ জল নিঃসারিত করিয়। কাশ্মীর রাজ্য স্থাপন করেন ; মুসলমান গ্রস্থে লেখে যে ঐ মুমি তথায় ব্রাহ্মণ স্থাপন করিয়ছিলেন : গ্রন্থে লিথিয়াছে ঐ রাজ্যের প্রথম রজি থোমর্দ সুধিষ্ঠিরের সময়ে বৰ্ত্তমান ছিলেন : কিন্তু মুসল্লমস-এ প্রকারের লেখেন গে নির্দের পুর্কে পাঞ্জ নামে তণাঞ্চর এক রাজা ছিলেন । গ্রীক গ্রন্থ কৰ্ত্ত তলমীও লেখেন যে বিতস্ত। নদীর নিকটে এক পাণ্ড রােজ্য ছিল । অপর, মহাভারতেও ইহা দৃষ্ট হয় যে পঞ্চ পাণ্ডব পুৰ্ব্বকালে হিমালয়ে বৰ্দ্ধিত হইয়; ছিলেন, ইহাতে বোধ হয় কৌরব বংশ এই রাজ্য অধিকার করিয়াছিলেন । এই প্রকার মধ্যে ও পশ্চিমে কুরুক্ষেত্র, মধুর, কানা
পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/১০১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।