লোকবপ, ও । > ら “i সপ্তদশখন্ত্ৰ বৎসর হইল উহার বে দ্ধ ধৰ্ম্ম অবলম্বন ক রিয়াছেন । ঐ দ্বীপে প্রস্বলন নামে এক স্থান আছে ভtহ র এক স্তলে দুই শত অপেক্ষ প্ৰ অধিক মন্দির বৰ্ত্তমান । ঐ সকল মন্দিরে fশৰ, তুর্গা, সুর্য্য, গণেশ প্রভূতি পাষণ পি ভলাদি নিৰ্ম্মিহ মান! দেবমূৰ্ত্তি স্থাপিত আছে । জাববীয় মুসলমান হইয়াও অনেকে ঐ সকল প্রতিমুর্ভিক্ষে অদ্যপি অত্যন্ত শ্রদ্ধা ভক্তি করিয়া থাকে । حمر বালি দ্বীপে অদ্যাপি যে ধৰ্ম্ম প্রচলিত তাহা সম্পূর্ণ হিন্দুদিগেরই ধৰ্ম্ম । সেখানে প্রধান চরি বর্ণ আছে, যথা ব্রাহ্মণ, ক্ষত্ৰিয়, বৈশ্য, শূদ্র । ব্রহ্মীয় মুখ হইতে ব্রাহ্মণ, বক্ষ কষ্টতে ক্ষত্রিয়, নাভির অধেtভংগ হইতে বৈশ্য, এবং পদ হইতে শূদ্রবণ উৎপন্ন স্থইয়াছে । চণ্ডলৈ জাতিও সেখানে দৃষ্ট হয়, তাহার। গ্রামের প্রান্তভাগে বাস করিয়৷ চৰ্ম্ম ও মদ্য ব্যবসায় প্রভূতি হীন রম্ভি দ্বারা জীবিক উপজ্জন করে । ত্রাক্ষণের মাংসাদি বৰ্জ্জিত হইয়া কেবল ষৰ তণ্ডল ও ফল যুলাদি আহাঁর করেন । তথtয় শবদাহ হয়, এবং সতীর সহমরণের প্রঞ্চ ও চলিত অাছে। স্ত্রী যদি স্বামীর চিতারোহণ করে, তবে তত্রস্থ ভাষাতে তাঁহাকে সত্য বলে । উপপত্নী বা দাসী অথবা পরিবারস্থ অন্য কোন স্ত্রী সহস্থত হইলে তাঁহাকে বেল কহে । উৎকৃষ্ট
পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/১১১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।