* २ ভারতবর্ষের ইতিহাস । পরিমাণ ৪৮• • বৎসর, ত্রেত যুগের পরিমাণ ৩৬০ • বৎসর, দ্বাপর ২৪•• বৎসর, এবং কলি ১২•• বৎসর। সৰ্ব্বশুদ্ধ ১২• • • দৈব বৎসর । এই ১২• • • বৎসরে এক মহাযুগ, * এই প্রকার অনেক মহাযুগ গত হইয়াছে। এক এক মহাযুগে ৪৩,২•,• • • মানব বৎসর, অর্থাৎ সত্যযুগ ১৭,২৮• • • বৎসর, ত্রেতাযুগ ১২,৯৬• • • বৎসর, দ্বাপর ৮,৬৪ • • • বৎসর, এবং কলি ৪,৩২• • • বৎসর। হিন্দু জ্যোতিষ গণনা মতে এক্ষণে সপ্তম মন্বন্তরের অষ্টাবিংশ মহাযুগের সত্য ত্ৰে" দ্বাপর তিন যুগ গত হইয়াছে, এবং কলিযুগের ৪,৩২ • • • বৎসরের মধ্যে ( ১৭৭৮ শকে ) ৪,৯৫৭ বৎসর গত হইয়াছে, ৪,২৭,০৪৩ বৎসর অবশিষ্ট আছে । এই কথা অসম্ভব বোধ ইহতে পারে, বস্তুতং পৃথিবীর আয়ুর বিষয়ে আমরা কোন কথা নিশ্চয় করিয়া বলিতে পারি না। কিন্তু আমেরিকা মহাদ্বীপে নিউ অরলিন্স নামক স্থানে থনি খনন করিতেই এক কঙ্কাল, অর্থাৎ মনুয্যের অস্থিময় শরীর, পাওয়া গিয়াছে। ঐ কঙ্কাৰ যে স্তরে নিহিত ছিল তাহার উৎপত্তির কাল্প গণন করিয়া ভূতত্ত্ববেত্ত পণ্ডিতেরা নির্ণয় করিয়াছেন ৫৭• • • -- ৭৪ মহাযুগে এক মম্বত্তর। ১৪ মম্বভরে এক কম্পে । এক এফ. কম্পে ব্ৰক্ষার এক দিন ।
পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/১২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।