> リデ ভারতবর্ষের ইতিহাস । দ্বাদশ বৎসর বনবাস ও এক বৎসর অজ্ঞাত্ব বাস করি-. বেন । রাজা যুধিষ্ঠির পরাজিত হইয়। অঙ্গীকার অনুরোধে রয়োদশ বৎসর বন প্রবাস করিলেন । তৎপরে দুর্য্যোধন অধৰ্ম্ম পুৰ্ব্বক তাহাকে রাজ্য প্রত্যপণ করলেন না। ভাহাতে মহাযুদ্ধ উপস্থিত হইল । এই যুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধ বলিয়৷ খ্যাত। ইহাতে বুরু পাণ্ডব ও যদুবংশীয়েরা তাৰতে নিযুক্ত হইয়াছিলেনু এবং হিমালয় অবধি সমুদ্র পর্য্যস্ত যত রাজ! কি:গ্ৰম, সকলেই এক এক পক্ষের সহকারী হইয়ছিলেন । এই যুদ্ধে অসন্থ সৈন্য একত্র হইয়াছিল। যদুপতি শ্ৰীকৃষ্ণ এই যুদ্ধে পা গুবদিগের একজন প্রধান সেনাপতি ছিলেন। অষ্টাদশ দিবস পর্য্যন্ত ঘোর সংগ্রামেম্ন পরে, রাজা যুধিষ্ঠির দুর্যোধনকে বধ করিয়া রাজ্য পুনঃপ্রাপ্ত হইলেন ; কিন্তু রণ জয়ের পর ভরদেখিলেন ডাহারঞ্জীত-বৰ্ম্ম কুটুম্ব প্রায় ভাবতে হত হইয়াছেন । তাহাতে অন্তঃকরণে ঔদাস, জন্মিয়। তিনি পঞ্চ ভ্রাতা ও দ্ৰৌপদী সমভিৰ্যাহারে ছিদখয় যাত্র করিলেন। তথা হইতে আর ফিরিঞ্জ न ! এই যুদ্ধের বিবরণ এবং রাজা যুধিষ্ঠিরের বা কীৰ্ত্তি মহাভারত গ্রন্থে বিস্তারিত রূপে লেখা আছে" এই ৰিৰঃণ কাহারে অগোচর মাই। এই গ্রন্থের
পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/১৩২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।