১৩ • • ভারতবর্ষের ইতিহাস । রাজত্ব করিয়াছিলেন। হিন্থপৌরাণিকেরা লেখেন, কলিযুগ আরম্ভ হইলে তিনি স্বর্গগত হন । এই বিষয় নীমাংসা করা সহজ নহে, কিন্তু কলিযুগ আরম্ভাবধি হিন্দু ও পাশী গ্রন্থে কাল সমন্বয় করিয়া কলিযুগের ৪৯৫৮ বৎসরের কতক বৃত্তান্ত লিখিত হুইয়াছে, ঐ সকল গ্রন্থে যে সকল রাজাদিগের নাম দ্বষ্ট হয় তাহ% পশ্চাৎ লেখা যাইতেছে । পাশী গ্রন্থে লিখিয়াছে কলিযুগ আরম্ভের পর কুরু বংশীয়েরা ৭৬ বৎসর রাজত্ব कर्हिटल, छूट्रीnथन ১৩ বৎসর রাজ্য করেন । এই ১৩ বৎসর যুধিষ্ঠিরাদি পঞ্চ পাণ্ডক বন প্রবাস করেন ৭ তাহার পর যুধিষ্ঠির রাজ্য পুনঃপ্রাপ্ত হইয়া ৩৬ বৎসূর রাজা করেন। কুরুক্ষেত্রের যুদ্ধের পর যুধিষ্ঠির অভিমনুর পুত্ৰ পরীক্ষিতকে রাজ্য সমর্পণ করিয়া পঞ্চ স্থাত সমডিব্যাহারে বকেল ধারণ পুৰ্ব্বক দক্ষিণাভিমুধৈ, গুজরাট यबिों করিলেন, তথা হইতে পঞ্জীৰ দিয়া श्रेंड्রোহণ করিলেন, তাহার পর জার উীহাদিগে সংল বাদ নাই । * ই অভিম্নস্থ্য যে সময়ে পরলোক গমন ক্ষরেনর্সৈই সময়ে পরীক্ষিত গর্ভে ছিলেন। পরীক্ষিত রাজী সহইয়া অতি উত্তমরূপে প্রজা পালন করিয়া द१ : २*
পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/১৩৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।