পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У 8 е ভারতবর্ষের ইতিহাস । বিক্রমাদিত্য উজ্জয়িনী দেশের রাজা, अमाद्वारस्मैग्न, চৌহান রাজপুত, তিনি যখন হস্তিনার সিংহাসনারে! হন করেন তখন কলিযুগের ৩১০৩ বৎসর ಖತ್ತಚ್ಚೇಗছিল । তিনি যুধিষ্ঠিরের শক নিৱন্ত ঋরিয়া আগুন অব্দ প্রচলিত করেন । বিক্রমাদিত্যচরিত গ্রন্থে ভূঁর্থীর সকল বিবরণ লেখা আছে তদুরা বোধ হয় ওঁাহার রাজত্বকালে হিন্দুস্থানের পুনৰ্ব্বার স্ত্রীবৃদ্ধি হইয়:ছিল, এবং স্লেচ্ছাদির উপদ্রবমাত্র ছিল না। রাজা বিক্ৰমাদিত্য যুদ্ধ সন্ধি প্রভৃতি-রাজনাতউৈৎ" এবং পরাক্রমী ও জ্ঞানী ছিলেন । তিনি বিদ্যুম্নশীলন বিষয়ে বিশেষ মনোযোগী ছিলেন এবং বিদ্যা ও গুণের পুরস্কার করিতেন। র্তাহার রাজকীয় সতান্তগীত অতৃি সুপণ্ডিত চতুর্দশ ব্যক্তির এক শাস্ত্ৰীয়া সভা ছিল, তাহাতে কালিদাস ও বররুচি প্রধান ছিলেন । রাজা বিক্রমাদিত্যের রাজস্ব সময়ে বৌদ্ধদিগের প্রtছু প্তাব ছিল না, তৎকালে তাহারা వ్రై করিয়া শিলন প্রভূতি নন। স্থানে গমন করে "কথিত আছে ৰৌদ্ধের এই দেশে অনেক মঠ ও মন্দির নিৰ্ম্মাণ • কেনি কোন গ্রস্থে লেখে তিনি ৩৯৪৪ কলি অব্দে দিল্লীর রাঙ্গা, হন, কিন্তু এগণনা প্রকৃত বোধ হয়না, তিনি ৩-২৪ অব্দে উজয়িনীতে রাজা হইয়াছিলেন তাহার কয়েক বৎসর পরে দিল্লী অধিকার করেন । - بعد