পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মধুর। i : “, R. পরে বংশীয় নামে খ্যাত তদ্বংশীয়ের এই স্থানে ফ্ল’জ করিয়া আসিতেছিলেন । তৎপরে কংশ নাসে এক রাজা হন শ্ৰীকৃষ্ণ তাহার ভাগিনেয়, বসুদেবের পুত্র। শ্ৰীকৃষ্ণ জন্ম গ্রহণ করিলে কিংবদন্তী হইল, তিনি অবতার হইয়া আসিয়াছেন, এবং কংশকে বধ করিয়া র্তাহীর রাজ্য হরণ কfরবেন। এই ভয়ে কংশ উiহীকে ধ্বংস করিবার মনস্থ করিলেন, কিন্তু তাহ হইল ন । শ্ৰীকৃষ্ণ এক গোপের গৃহে থাকিয় ক্রমশঃ অতি সাহসী । যশস্বী হইভে লাগিলেন । পরে তিনি কং শঞ্চে বিনাশ ক্ষরিয়া পরণীকে উtহার অত্যাচার হইতে মুক্ত করিলেন । কংশ মগধাধিপতি রাজা জরাসন্ধের জমিতে: ‘চুলেন । শ্রীকৃষ্ণ কংশকে বিনাশ করিলে জরাসস্থ অস্ত্ৰধারণ পুৰ্ব্বক মধুরীতে যাত্র করিলেন । কথিত আছে তিনি ঐ দেশ অষ্টাদশ বার আক্রমণ করেন । অধশেষে তিনি ঐ দেশ অধিকার করিয়াছিলেন । এবং শ্ৰীকৃষ্ণ যদুবংশীয়দিগকে লইয়া তথা হইতে সমুদ্রতটে গুজরাষ্ট্রট যাইয়া দ্বারিক নামে এক রাজ্য স্থাপন করেন । তদনন্তর রাজা যুধিষ্ঠির রাজস্থয় যজ্ঞ জtরস্তু করিলে রাঙ্গ জর সন্ধ তাঁহাতে প্রতিবাদী হন। তাহাতে শ্ৰীকৃষ্ণ পূৰ্ব্ব আক্ৰোশে রাজা যুধিষ্ঠিরের সেনাপড়ি সুইয়া তীমাৰ্জ্জন সমভিৰ্যাহারে উাহীর সহিত যুদ্ধ