(f 8 ভারতবর্ষের ইতিহাস । রাজার রাজত্ব করিয়াছিলেন । কুরুক্ষেত্রের যুদ্ধের পুৰ্ব্বে এই নগরে জরাসন্ধ রাজা ছিলেন । শ্ৰীকৃষ্ণ কৎশকে বধ করিলে পর, তিনি রূষ্ণের সহিত যুদ্ধ করিয়া উহাকে এবং তদ্বংশীয় যদুদিগকে মথুরা হইতে দূরীকৃত করিয়া আপনি ঐ রাজ্য অধিকার করেন। পরে রাজা যুধিষ্ঠিরের রাজস্থয় যজ্ঞকালে তিনি ঐ যজ্ঞের প্রতিবাদী হইয়াছিলেন, এই জন্য পাণ্ডবদিগের সহিত র্তাহার যুদ্ধ উপস্থিত হয়। ঐ যুদ্ধে তিনি হত হয়েন । যখন কুকক্ষেত্রে সংগ্রামারম্ভ হয়, তখন মগধুে সহদেব নামে এক রাজা ছিলেন। ঐ রাজার পর তদ্বংশীয় ৩৩ জন রাজা হইয়াছিলেন । তৎপরে অজাতশত্রু নামে এক রাজা হন । র্তাহার রাজত্ব কালে শাক্যসিংহ কর্তৃক বৌদ্ধ ধৰ্ম্মের সৃষ্টি হয়, এরখ তৰ্জ্জন্যই মগধ রাজ্যের অধিক গৌরব । এই ধৰ্ম্মের কথ। পরে লেখা যাইবে । শাক্যসিংহ খৃষ্টাব্দের ৫৫৪ বৎসর পুৰ্ব্বে, ২৬৫২ কলিঅব্দে, পরলোক গমন করেন । ... • বিদেশীয় ইতিহাসলেখকেরা কহেন এই ు হউক বা ইহার পরে (খৃষ্টের জন্মের ৫১৪ বৎসর পৃর্বে) দারা নামে পারস দেশের রাজা এই দেশে আসিয়া সিন্ধু নদীর তটস্থ তাবৎ প্রদেশ জয় করি
পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/১৫৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।