মগধ । > &^ご কৰ্ণ নামে খ্যাত ছিলেন । এবং ইহীদের খ্যাতি রুম রাজ্য পর্য্যন্ত বিস্তার হইয়াছিল । ঐ দেশীয় লেখকেরা ইহাদিগকে ভারতবর্ষের সম্রাট বলিয়| ব্যাখ্যা করিয়াছেন । এই রাজদের সঙ্গে চীনরাজের সম্ভtধ ছিল এমন বোধ হয়, কেননা এক সময়ে র্ত{হীদের সাহায্যাৰ্থ চীনরাজ অনেক সৈন্য প্রেরণ করেন । এই বংশীয় রাজার খৃষ্টাব্দের ৪৩৬ বৎসর পর্যন্ত রাজস্ব করিয়ছিঞ্জেল এ ৮ f _ পর পুরাণলেখকের ইন্দ্রবংশীয় রাজাদের ম"Aাল্লেখ করেন না । কিন্তু পুলম নামে এক রাজার নামোল্লেখ আছে । তিনি কোন বংশীয় তাহ। নির্ণয় হয় না । ফলতঃ তিনি অতি পরীক্রমশালী রাজ ছিলেন, এবং ভারতদর্ষের পুৰ্ব্ব সীমার বহিরেও ক্ষয়ক দেশ জয় করিয়াছিলেন । পুলম রীজ, ৬৪৮ খৃষ্টাব্দে, পরলোক গমন করেন । ইহার পর মুসলমান ইতিহাস লেখকের রামদেব মামে এক রাজার নাম উল্লেখ করেন । তিনি অত্যন্ত -tলী ছিলেন, এবং বঙ্গ দেশ জয় করিয়াছি يص: | মালব রাজ্য আপনার অধীন করিয়া হিমালয়াঞ্চলে যাইয়া পৰ্ব্বতীয় যাবতীয় রাজাকে করস্থ করেন। ডাহার মৃত্যুর পর ঐ রাজ্য ছিন্ন ভিন্ন হইয়া যায়। তৎপরে কানাকুজের গুপ্ত নামধারী
পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/১৬৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।