পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/১৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

이 ভারতবর্ষের ইতিহাস । , ১১৯৩ খৃষ্টাব্দ পর্য্যন্ত রাজ্য ভোগ করেন । ইহার মধ্যে বঙ্গদেশ ও উড়িষ্য রাজ্য ইহার প্রস্তুত্ত্বাধীন ছিল । তাহার পর মুসলমানের ঐ দেশ জয় করিলে ঐ রাজপুতের মারওয়ার দেশে প্রস্থান করেন । রজ পুষ্ট ও মুসলমান জাতীয় লেখকেরা ইহার মৌন্দর্য্য ও ঐশ্বর্ঘ্যের যেরূপ বর্ণনা করি যাছেন তাহাভে বোধ হয় মুসলমানের ভারতবর্ষে যত দেশ জয় করিয়} ছিলেন, তন্মধ্যে এই দেশ অতি ধনাঢ্য, ইহার অপেক্ষা অধিক থল ঢ্য দেশ আর জয় করতে পারেন লাই । ঐ লেখকের লিখিয়াছেন, যে কানাকুনজে এমন উচ্চ মন্দির ছিল, যে তাহার চূড়া গগণস্পর্শ করিয়া আছে এমত বলা যায় ! এবং নগরে এত ঐশ্বর্য শালী লোক ছিল, যে তাম্বল বিক্রয় জন্য ৩• • • • খান দোকান এবং সংগীত ব:ৰসায়ী ৬ • • • • মনুষ্য ছিল । कृश ভিন্ন রাজার তিন লক্ষ পদাতিক, দুই লক্ষ ধনুৰ্দ্ধর এবং এক লক্ষ অশ্বারোহী সেন ছিল । যুদ্ধকালে যখলু ইস্থায় এক স্থান হইতে অন্য স্থানে গমন কুরিক্ত. তখন তাহার পিপীলিকাশ্রেণীর ন্যায় চলিত৭ এবং অগ্রসারী সেনগণের আড্ড। লওয়া হইলে পরেa পশ্চাদ্বী :ম নাদের তাঙ্গ, ভঙ্গি হইত ন; । , 尊 এই দশ এক্ষণে একেবারে নষ্ট কুইয়া গিয়াছে, তথাপি ইঙ্গার পুৰ্ব্ব সৌন্দর্ঘ্যের যে সকল চকু এখন