১৮৬- ভারতবর্ষের ইতিহাস । জন রাজার * "কালে ১১৯৭ খৃষ্টাব্দে পরমহংস বাজপেয়ী নাম এক ব্যক্তি জগন্নাথ দেবের মন্দির নিৰ্ম্মাণ করেন। সেই মন্দির এখন পর্যন্ত বর্তমান আছে। অনঙ্গভীমের পুত্র রাজ্যেশ্বরদেব । তিনি ৩৫ ইং সর রাজত্ব করিলে পর, ১২৩৬ খৃষ্টাব্দে নৃসিংহদেব রাজ্য প্রাপ্ত হয়েম । তাহার পর লুসিংহ নামধারী অfর ৫ জন রীজ, এবং ভলু পাধিক ৬ জন রাজ! ১৪৫১ খৃষ্টাব্দ পর্যাপ্ত উড়িষ্যাতে রাজ্য করেন । ভীমপাধিক শেষ রাজা সন্তান অসত্ত্বে স্থৰ্য্যবংশীয় রাজকুলোদ্ভব কপিল শস্ত্র নামক এক ব{লককে পালন করেন । তিনি কপিলেন্দ্র দেব উপাধি গ্রহণ পুৰ্ব্বক ১৪৫১ খৃষ্টাব্দে রাজসিংহাসনে আরূঢ় হইয়। મ তুবন্ধ রামেশ্বর পর্যন্ত জম্ন-মনে - ---- . ہیمم۔ মুকুন্দদেব নামে এই বংশীয় শেষ রাজ ছিলেন । তিনি ১৫৫০ খৃষ্টাঙ্গে সিংহাসনারূঢ় হইলে অক্ষণ ন জাতীয়ের উড়িষ্য রাজ্য আক্রমণ করিয়াছিল । তাহাভে ঐ রাজা আত্মপরিত্রাণার্থ এক দৃঢ় দুর্গ নিৰ্ম্মাণ করেন । পরে বঙ্গদেশীয় সেনাপতি কালাপাহাড় যাইয়া উড়িয্য দেশ জয় এবং জগন্নাথের ক্রীমূৰ্ত্তি সমুদ্রে নিক্ষেপ করেন, ইহার বৃত্তান্ত অনেকেই অবগত আছেন। মুকুন্দদেবের মৃত্যুর পর উড়িষ্যা দেশ ১৫৭৮ খৃষ্টাব্দে স্বাক্ষর দাদুলাহের সময়ে মুসলমানরাজ্য ভূক্ত इशं । उनमळून
পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/১৮৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।