পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/১৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯০ ভারতবর্ষের ইতিহাস । মূৰ্ত্তিদ্বয় ইন্দ্র ও ইন্দ্রীরূপে খ্যাত, এবং তজ্জন্যই এই গৃহত্রয়ের নাম ইন্দ্রস{ হইয়ছে । পুৰ্ব্বে હ ; গুহ সকল ছুইতলা ছিল, ,ே অধুনা প্রথম তলস্থ গৃহ স্মৃত্তিকায় পরিপূর্ণ হই" । -হ’ব কিন্তু স্থান অতি পরিসর, এবং ইহাঁর প্রাচীরে নানাবিধ অবয়ব ক্ষোদিত আছে । শেষোক্ত গৃহের সম্মুখে এক সুচারু জয়স্তম্ভ আছে । ইহা ভিন্ন দুযাব, লয়নার ও রামেশ্বর নামে অরি কয়েক গুহা আছে । এবং লঙ্কা, রাবণকুগু, দশাবতার নামে যে কএক গুহা অাছে তৎসমুদয়ই অতি সুন্দর ও পৰ্ব্বত-ক্ষোদিত, এবং দেবমুর্ভিতে পরিপুর্ণ। কিন্তু কৈলাস নামে যে আর এক অদ্ভূত দেবালয় আছে, ইলোর গিরিস্থ ৰবিউন-এ এর মধ্যেস্তীহাৰ্বোৎৱষ্ট । ইহা এক পৰ্ব্বতক্ষোদিত প্রাণের মধ্যস্থিত । ঐ প্রাঙ্গণ ৩৬৭ হস্ত দীর্ঘ, ইহার সম্মুখে ন্ধৈ নহবৎখান ও মন্দির অাছে । অপর তিন দিক অক্তি সুরম্য স্তম্ভ দ্বারা সুশোভিত এবং তন্মধ্যে নানা দেবতার মুর্ভি। কোন স্থানে রাবণ মহাদেবের পুজা করিতেছেন, কোন স্থানে পাৰ্ব্বতী শিবপুজা করিতেছেন । কোথায় শিত্ব পাৰ্ব্বতী একাসনে উপবিষ্ট, নাগনন্দী সম্মুখে উপস্থিত, কোন ఫ్రొగ్ల বানের মুর্জি, কোথায় বরাহাবতারের (প্ৰতিমূৰ্ত্তি, কোন