> * তারতবর্ষের ইতিহাস । জ্জনে অশক্ত হইলে খুদ্রবৃত্তি করিবেন । শূদ্র দ্বিজসেবাতে অক্ষম হইলে শিল্প কৰ্ম্ম দারা জীবিকা উপ - জন করবেন। ইহার দ্বার স্পষ্ট বোধ হইতেছেকৰ্ম্ম ভেদেই বর্ণ ভেদ হইয়াছে । -- ইহাও দেখা যাইভেছে এক এক বংশে ব্রাহ্মণ ক্ষত্ৰিয় বৈশ্য শূদ্র চারি বর্ণের উৎপত্তি হইয়াছে। বিষ্ণুপুরাণ ৪ অংশ ১ অধ্যায়ে লেখে ট্ৰৰস্বত পুত্র করুষ হইতে মহাবল ক্ষত্রয় সকল উৎপন্ন হইN লেন। নেদিষ্ঠ নামে মনুর আর এক পুত্র ছিলেন, ভঁাহার পুত্র নাভাগ বৈশ্য হইলেন । এবং পৃষণু নামে মনুর ' আর এক পুত্র গুরুর সম্পত্তি এক গী হনন করিঞ্চ ছিলেন এজন্য তিনি শূদ্রস্থ প্রাপ্ত হইলেন । ই প্রকার মনুর কোন পুত্র ক্ষত্রিয়, কোন পুত্র বৈশ্য, কোন পুত্র শূদ্র হইলেন, অবশিষ্ট পুত্রের ব্রাহ্মণ থাকিলেন । মহাভারতীয় হরিবংশ ১১ অধ্যায়ে লেখে নাস্ত গাৱিষ্টের যে দুই পুত্র বৈশ্য হইয়াছিলেন, উহার ব্রাহ্মণ হইলেন। বিষ্ণুপুরাণ ৪ অংশ ৮ অধ্যায়ে লেখে মুনহোজের তিন পুত্র ছিলেন কাশ, লেগু, এবং গৃৎসমদ। মৃৎসমদের পুত্র শৌনক, ইহার বংশে চারি বধ উৎপন্ন হয়। বায়ুপুরাণে লেখে গৃৎসমদের পুত্র শুনক, র্তাহার পুত্র শৌনক, ডাহীর বংশে ব্রাহ্মণ,
পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/২০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।