२० ভারতবর্ষের ইতিহাস । দ্বিতীয় অধ্যায়। রাজ শাসন । পুৰ্ব্বকালে এই ভারতবর্ষে রাজশাসনের যে রীতি ছিল তদ্বিবরণ কিঞ্চিৎ লেখা কর্তব্য । পুৰ্ব্বে লেখা গিয়াছে ক্ষত্ৰিয়ের রাজ্য পালন করি* তেন । রাজা রাজ্যের সর্বময় কৰ্ত্তা, যাহা ইচ্ছা তাহাই করিতে পারিতেন, ভঁাহার উপর আর কেহ কর্ভা থাকিeভন না । কেবল দেবতা দ্বিজ ও শাস্ত্র উtহীদের সন্তুমের বস্তু ছিল, ইহাদিগকেই তিনি মান্য করিতেন। রাজার এই ধৰ্ম্ম ছিল তিনি ছুষ্ট দমন ও শিষ্ট পালন করিবেন । কোন শক্র রাজ্য আক্রমণ করিলে তাহীর সহিত যুদ্ধ করিয় রাজ্য রক্ষা করিবেন । মিজের প্রভি $মত্র ব্যৰহীয়, ও ব্রাহ্মণের প্রক্তি শ্রেদ্ধা করিবেন। ব্রাহ্মণের যে খৰ্ম্ম ও জ্ঞান উপদেশ দিবেন তাই শুনিৰেন, ইন্দ্ৰিয়মুখে মন্ত হইবেন না, রাজকর্থে জালস্য করিবেন না, এবং ক্রোধকে বশীভূত রাখিবেন। রাজকৰ্ম্ম সম্পাদনার্থ সাত জন মন্ত্রী থাকিতেন । রাজা আপনি এই মন্ত্রীদিগকে নিযুক্ত করিতেন। সৰ্ব্বশাক্সঙ্গ এক জ্ঞানী ব্রাহ্মণ এই মন্ত্রীদিগের মধ্যে প্রধান
পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।