পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজ শাসন । ఫి శి -টপ্রস্থিত হইয়া তাহ লইয়া যায় । তাহা ন হইলে তাহা রাজসম্পত্তি বলিয়া , গণ্য হইত। এবং খনি খনন করিয়া যে ধাতু পাওয়া যাইত, ভূস্বামী তাহার অৰ্দ্ধেক পাইভেন, কেননা ভূস্বামী তাহার অর্ধেকের ভাগী । এতদ্ভিন্ন কোন কোন দ্রব্যের পক্ষে এমন এনুয়ম ছিল, রাজা তাহা ক্রয় করিতে ইচ্ছা করিলে অন্য কোন ব্যক্তি ক্রয় করিতে পরিবে না । রাজপানী ও রাজসভা --শাস্ত্রে লেখে রাজ্যের মধ্যে যে স্থান অতি উৰ্ব্বর, অথচ যে স্তানে শত্রু অনায়সে প্রবেশ করিতে ন পারে, কিম্বা অসিলে সচ্ছন্দ হইয়Tথাকিমে- ন। পারে এমন স্থানে রাজধানী করবেন। এবং চতুর্দিকে দুর্গ, মধ্যে রাজালয় নিৰ্ম্মাণ করবেন, তাহার চতুর্দিকে বারি ও রক্ষ, দুর্গ রক্ষার উপযুক্ত সেমা, এবং ভাহাদের আহার দ্রব্য সৰ্ব্বদ த থাকিবে । রাজসভা উৎকৃষ্ট ও প্রশস্ত হইবে । রাজা চতুর্থ প্রহর রাত্রির সময় গাত্ৰোথান করিয়া পুজাদি করণানন্তর সভায় বসিবেন, এবং সকলের সহিত লদালাপ করিবেন । তৎপরে নিজন স্থানে মন্ত্রীদিগের সহিত রাজকর্মের মন্ত্রণ করবেন । অনন্তর স্বান আহারাদি করিয়া গুহকৰ্ম্ম দেখিবেন । তৎপরে "বিশ্রাম করিয়া বৈকালে সৈন্যগণের শিক্ষা দর্শন করিরেন । তদনস্তর সায়ংসন্ধ্যা করিয়া, দেশের কোথায়