পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 8 ভারতবর্ষের ইতিহাস । কি হইতেছে তাহার সংবাদ শুনিৰেন । অনশুর, আহারাদির পর সঙ্গীতাদি শ্রবণ করিয়া নিদ্রা যাইবেন । রাজ্যকৌশল ।—রাজ্যের অতি নিকটস্থ রাজার শক্রমধ্যে গণনীয়। তদপেক্ষা দূরবর্তী রাজগণ মিত্রশ্রেণীভে গণ্য , অতি দূর দেশ বাসী রাজগণ শুরু মিত্র কিছুর মধ্যেই গণ্য নহেন। শত্রু দমনের চারি উপায় লেখা আছে--প্রথম তাহাদিগকে ভেট দিয়া বশীভূত করিবে, দ্বিতীয় তাহীদের মধ্যে আত্মবিচ্ছেদ ঘটাইয়া দিবে, তৃতীয় সন্ধি, ও চতুর্থ যুদ্ধ। ইহার মধ্যে তৃতীয় ও চতুর্থ উপায় উত্তম কলিঙ্গ বিবেচিত হইয়াছে । যুদ্ধ —যুদ্ধের নিয়ম এই ছিল, শীতের প্রারম্ভে রাজা সসৈন্যে একেবারে শক্রর রাজধানীতে গমন করিবেন । কোন স্থানে লেখে, দুর্গের মধ্যে এক শুত ধনুৰ্দ্ধৱ থাকিলে দশ সহস্র সৈন্য বাহির হইতে তাহাদের কিছু করিতে পারে লা। এ অবস্থায় নগর বা দুর্গ বেষ্টন করিয়া থাকা অবিধির মধ্যেই ছিল । যুদ্ধে গমনকালে কেহ প্রতিবন্ধক না হইলে রাজা নগা উৎখাত করিবেন। তৎপরে শত্রুপক্ষীয় প্রধানদিগে • যোগে শত্রু রাজাকে বগীভূত করিকেন । সৈন্য দুই প্রকার ছিল অশ্বারোহী ও পদাতিক