পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজ শাসন । ৩ ১ করিলে সে বিক্রয় অসিদ্ধ হইত। কিন্তু অনেকের সম্মুখে বিক্রয় এবং বিক্রেতাকে উপস্থিত করিলে ৰক্ৰয় সিদ্ধ হইত। তাহা ন হইলে যাহার ঐ দ্রব্য, $. তিনি অৰ্দ্ধেক মূল্য দিয়া তাহ ফিরিয়া পাইতেন । r. কোন ব্যবসায়ী ব্যক্তি অঙ্গীকার ভঙ্গ করিলে তাহার অৰ্ধদক্ষ হইত। শপথৱত অঙ্গীকার ভঙ্গ করিলে দেশান্তরিত হইত। বিক্রয়ের পর ক্রেতা বিক্রেতার সম্মতি হইলে দশ দিবসের মধ্যে বিক্রয় কিরিত, দশ দিবসের পর ফিরিত না । বিশ্বস্তু ৮-বিবাহের বিধি অষ্ট প্রকার ছিল ব্রাহ্ম, *मद, আৰ্য, প্রাজাপত্য, আমুর, গান্ধৰ্ব্ব, রাক্ষস এবং পৈশাচ । বিদ্বান সদাচার অপ্রার্থী বরকে স্বয়ং আস্থান পুৰ্ব্বক বয়ন-ভূষণাদি দ্বারা অর্চনা করিয়া কন্য। সম্প্রসান করাকে ব্রাহ্ম বিবাহ বলাযায় ; যজ্ঞস্থলে পুরোহিত-কৰ্ম্মকারী ব্যক্তিকে অলস্কৃত করিয়া কন্যাদান করা দৈব বিবাহ। ধৰ্ম্ম কৰ্ম্ম করিবার নিমিত্ত অথবা কন্যাকে ধৌতুক দিবার নিমিত্ত বরের নিকট এক বা দুই গে মিথুন গ্রহণ পূর্বক কন্যা সম্প্রদান আৰ্ষ বিৰাহ । তোমরা উভয়ে মিলিত হইয়া ধৰ্ম্মাচরণ কর, এই কথা বলিয়া কন্যাদান প্রাজাপত্য বিবাহ। কন্যার পিৱাদিকে বা কন্যাকে যথাশক্তি ধন দিয়া স্বেচ্ছা