পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজ শাসন । هي )t ইচ্ছা হয় সকল-পুত্র বিষয় বিভাগ না করিয়া একাশ্নে থাকিবেন, কিম্বা বিষয় বিভাগ করিয়া লইয়া স্বতন্ত্র থাকিবেন। যদি একত্র থাকেন তবে জ্যেষ্ঠ ভ্রাতার হস্তে সকল বিষয় থাকিবে । তখন যে যাহ উপাৰ্জ্জন কল্পিবেন তাহ পৈতৃক খনের সংসৃষ্ট হইবে। যদি বিষয় বিভাগ করিয়া লয়েন তবে জ্যেষ্ঠ ভ্রাতা পঞ্চমাংশের একাংশ, কনিষ্ঠ আশি অংশের একাংশ এবং আরখ ভ্রাতার চল্লিশ অংশের একাংশ পাইবেন । অবশিষ্ট যাহ থাকিবে তাহা সকলে তুল্যাংশ করিয়া লইবেন। -অবিবাহিত তগিনী থাকিলে ভ্রাতারা তাহাদিগকে প্রতিপালন করিবেন । পিতার ধনে তাহাদিগের অধিকার নাই। কিন্তু মাতৃপনে তাহার ও তাঁহাদের দ্রাভার তুল্যাধিকারী। এই সকল নিয়ম সবৰ্ণ স্ত্রীর গৰ্বজাতু সন্তান দিগের প্রতিই ছিল । স্বতন্ত্র স্বতন্ত্র বুর্ণের স্ত্রীর গর্ভজাত সন্তান থাকিলে, তাবৎ খন দশ ভাগে বিভক্ত করিয়া, ব্রাহ্মণীর গর্ভজাত পুত্র চারি ঠাগ, ক্ষত্রিয়ার পুত্র তিন ভাগ, বৈশ্যার পুত্র দুই ভাগ এবং শূদ্রার পুত্র এক ভাগ পাইতেন । খঞ্জ উন্মত্ত প্রভূতিরা ধনাধিকারী হইত না । আর২ উত্তরাধিকারিগণ তাহাদিগকে পালন করিতেন । কিন্তু তাহীদের সন্তানের পৈতৃক বিষয়াধিকারী হইতেন । এই প্রকার আর ২ অনেক নিয়ম ছিল । ইহার