হিন্দুধৰ্ম্ম । । చీ తి তৃতীয় অধ্যায়। হিন্দু ধৰ্ম্ম । ৰেদ –বেদপ্রতিপাদ্য ধৰ্ম্মই হিন্দুদিগের প্রাচীন ধৰ্ম্ম । সকল জাতীয় লোকের মধ্যেই এইরূপ রীতি প্রচলিত আছে যে উtহায় আপন অপেন ধৰ্ম্মশাস্ত্রের এক্রিয়তা ও অজ্ঞাস্ততা প্রতিপাদনার্থ, আপন আপন পৰ্ম্মশাস্ত্ৰকে ঈশ্বর-প্রণীত অথবা ঈশ্বরের অংশ স্বরূপ কোন মহাপুরুষ প্রণীত বলিয়া নির্দেশ করিয়া থাকেন । হিন্দুরাও সেই রীতির অনুবর্তী হইয় আপনাদিগের ধৰ্ম্মশাস্ত্ৰ বেদের নিত্যত স্বীকার করেন, বেদকে সাক্ষাৎ ঈশ্বরের আজ্ঞ স্বরূপ বলিয়া থাকেন, এবং কহেন সৃষ্টির প্রারম্ভে ব্রহ্ম প্রাদুর্ভূত হইয়। বেদ প্রচার করিয়াছেন * । • মনু লিপ্পিয়াছেন, স্বয়ম্ভু ভগবানু স্বয়ং এই পৃথিৰী স্থঙ্কর বাসনা করিয়া প্রথমতঃ জলের স্বটি করিলেন, এবং সেই জন্সে শক্তিরূপ ৰীজ অীরোপণ করিলেন, তাকাতে স্বর্ণের ন্যায় এক অণ্ড উৎপন্ন হুইল । তাঁহাতে তিনি স্বয়ং ব্ৰক্ষারূপে প্রায়ুভূত হইয়া স্বৰ্গ মর্ত্য পাতালদি হুষ্টি করিলেন।” তৎপরে পঞ্চভূত অক্সি বিশিষ্ট মনুষ্য স্থষ্টি ফরিলেন । এবং এই মনুষের জাশঙ্গল্য বেদ স্থষ্টি করিলেন ।
পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/৪৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।