ধৰ্ম্ম—পুরাণ। 8 ○ আগ্নেয়, ভবিষ্য, ব্রহ্মবৈবৰ্ত্ত, লৈঙ্গ, বারাহ, স্বান্দ, ੇ, একান্ধ, মাৎস্য, গারুড় এবং ব্রহ্মাও । ইহ ভিন্ন অনেক উপপুরাণ আছে । এই সকল পুরাণে যে সকল দেৱ দেবীর কখা উল্লিN তন্মধ্যে ব্ৰহ্ম বিষ্ণু শিৰ প্রধানরূপে গণ্য। ব্ৰহ্মা জোগুণপ্রধান, তিনি জগতের সৃষ্টি করিয়া থাকেন । বিষ্ণু সত্ত্বগুণপ্রধান, তিনি জগতের পালন ৰুরিয়া থাকেন। শিব তমোগুণপ্রধান, তিনি জগতেৱ সংহার করিয়া থাকেন। কোন কোন পুরাণে শিবকে সত্ত্বগুণপ্রধান ও বিষ্ণুকে তমোগুণপ্রধান বলিয়াও নির্দেশ করিয়াছেন । কোন ২ পুরাণে বিষ্ণুর দশবক্তার বিস্তারিত রূপে বর্ণিত হইয়াছে । সরস্বতী লক্ষ্মী ও পাৰ্ব্বতী দেবীর মধ্যে প্রধান, ইহঁীর ব্ৰক্ষা বিষ্ণু শিবের ভার্যn, এবং শক্তিরূপে বর্ণিত হইয়াছেন । এতদ্ভিন্ন গণেশ কাৰ্ত্তিকেয় ইন্দ্র বরুণ পবন অগ্নি যন কুবের কামদেব স্থৰ্য্য চন্দ্র প্রভৃতি অনেক দেবতার নাম উল্লেখ আছে, ইহঁার ব্রহ্মাঙ্গ স্বরূপ ধণিত হইয়াছেন, যেহেতু ঊাহারা সকলেই ব্রহ্মের অঙ্গ । ইহাদিগের পুল্ল ৰ উপাসনার প্রকরণ স্বতন্ত্র । শাস্ত্রকারের লিখিয়াছেন ইছারা সকলেই ব্রহ্ম-সোপান, এবং উাহাদিগের উপাসনা করিলে ইহলোকে মুখ ৫ পরলোকে যুক্তি লীক্ত হয় । , , -
পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/৫৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।