পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ を ভারতবর্ষের ইতিহাস । আর আর জাতীয়ের উাহীদের বিদা দেখিয়া ঐ বিদ্যা শিক্ষা দ্বারা মনুষ্য হইয়াছেন । কিন্তু দিবাকর যেরূপ পুৰ্ব্বদিকে সমুদিত হইয়। ক্রমশঃ পশ্চিমাভিমুখে গমন করেন, জ্ঞান-দিবাকরও সেইরূপ অগ্রে ভারতবর্ষে উদিত হইয় পশ্চিমাভিমুখী হইয়াছেন । সুতরাং পুৰ্ব্বপ্রকাশিত পুৰ্ব্বাঞ্চলে প্রদোষকলে উপস্থিত হইয়। ক্রমে নিবিড়ভর তমোরাশিতে সাচ্ছন্ন করিয়াছে । আর সেই দিবাকরের করে পশ্চিম দেশ উজ্জ্বল হইয়াচে । কি আশ্চর্য, পৃথিবীর প্রথমাবস্থায়, যে হিন্দুদিগের দ্বার। অন্যান্য জাতীয়দের জ্ঞান-চক্ষুঃ বিকশিত হইল, ডাহার এক্ষণে আপনারাই অন্ধ । কিন্তু পূৰ্ব্বদিকে পুনৰ্ব্বার জ্ঞানপ্রভাকরের প্রতা দৃষ্টিগোচর হইতেছে । ইহাতে বোধ হয় তারতম্বর্ষের তামসী শৰ্বরী আর বহুকাল না থাকিতে পারে । এইক্ষণে অন্য অন্য দেশে যে সকল বিদ্যার অধিক গৌরব, ভারতবর্ষই তাহার অাদি স্থান । এস্থানে সংস্কৃত ডাষাতে প্রায় সকল বিদ্যারই আলোচনঃ হইত। এই ভাষাকে মূল ভাষা বলা যায় । ইহা ভিঞ্জদ্রাবিড়ী, কর্ণাটী, তৈলঙ্গী, মহারাষ্টী, శ్వశాఖీ.శ. খিলী, গুজরাটী, হিন্দী, ও স্বল্পভাষা, এই দেশে চলিত, এবং এখন পর্য্যস্ত তাহা প্রচলিত আছে । ইহার মধ্যে ' ग९ठूठ उषाझे उ९ह्नके, आइ श्राद्र छौबा ७थाग्न