পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্য । 欧冷 .বিষয় পুনরান্দোলন করেন। পরে অনেক পৰ্য্যালে:চনার পর বিরুদ্ধ মতাবলম্বীদিগের দ্বারা নানাপ্রকার ক্লেশ পাইয়াও ঐ মত বদ্ধমূল করেন । তদনন্তর গালিলিও প্রভূতি আর কয়েক জন পণ্ডিতের প্রযত্বে তাহ। আরো দৃঢ়তর হইল। সম্প্রতি ঐ মত ইউরোপে অভিনব সিদ্ধান্ত বলিয়া প্রচারিত ও সমাদৃত হইতেছে। বস্তুতঃ কিছুদিগের সিদ্ধাস্তরূপ বারিনিঝর গ্রীশ দেশ দিয়া অস্তঃসলিল-প্রবাহে বাহিত হইয়: ইউরোপে প্রকট বেগবতী নদী হইয়াছে । যেখানে ভূমি হইতে প্রকটিত হইতেছে সেইখানেই লোকে তাহার মূল অনুমান করিতেছে । সুতরাং জ্যোতিমণ্ডলী বিষয়ক হিন্দুদিগের অতি প্রাচীন সিদ্ধান্ত এক্ষঞ্জে ইউরোপ খণ্ডে কোপলিকসের সিদ্ধান্ত বলিয়। প্রচলিত হইতেছে । রিলাতীয় কোন চরিত্যাখ্যায়ক লিথিয়াছেন, “খুষ্টিয় শকের প্রারম্ভেয় ছয় শত বৎসর পুৰ্ব্বে এনেক্লিমেন্দর, পিথাগোরস, ও গ্রীশ দেশীয় অন্য অন্য পণ্ডিতের অন্তঃকরণে অনতিপরিস্ফট রূপে এই বোধোদয় হইয়াহ; যে “স্থর্য অচল পদার্থ,পৃথিবী এক গ্রহ, অন্যান্য বৎ যথানিয়মে হুর্য্যের চতুৰ্দ্দিকে পরিভ্রমণ করে* } কন্তু হিন্দু জ্যোতিৰ হইতে তাহার সঙ্কেত প্রাপ্তির