やがやめ ভারতবর্ষের ইতিহাস । গণনা চলিতেছে, এই দেশেই তাহার উৎপত্তি, এ কথা' সকলেই স্বীকার করিয়া থাকেন, এবং আসিয়াটিক রিসর্চ গ্রন্থে ইস্থার অনেক বিবরণ অাছে । এই দশগুণোত্তর সংখ্যা আরবদের প্রথম শিক্ষা হয়। পরে ইহ। আরবি পুস্তক হইতে লিওনাড" নাকি পণ্ডিত কর্তৃক গৃহীত হইয়। ইউরোপে প্রচারিত হয় । খোলাসৎ উল হিসাব নামক আরবী পুস্তকর ভূমিকাতে লিথিয়াছে যে ভারতবর্ষের পণ্ডিতেরi"ব্বোত্ত বিখ্যাত লয় প্রকার অঙ্ক বিশেষ বিশেষ মূর্তৃিক্ষপে লিথিয়াছেন । বীজগণিত।--ভারতবর্ষে বীজগণিতের অনুশীলন অভ্যস্ত উৎকৃষ্ট রূপে হইয়াছিল। অপর বিষয়ে হিন্দুর গ্রীক প্রভূতি জাতিদের অপেক্ষ যেমন উৎৱষ্ট ছিলেন বীজগণিত বিদ্যাতেও সেইরূপ, বরং অধিক "উৎকৃষ্ট ছিলেন । ইহা ব্রহ্মগুপ্ত, ভাস্করাচাৰ্য্য ও মীর আঁর গ্রন্থে প্রত্যক্ষ হইতেছে । কিন্তু হিন্দু ও গ্রীক উভয় জাতীয়ের আর্যভট্ট নামক প্রাচীনতর পশুিম্ভের মতাবলম্বী। ইহাতে প্রমাণ হইতেছে যে ভাস্করাচার্য্যের পুৰ্ব্বেও এতদ্দেশে অঙ্ক বিদ্যার .বিশিষ্ট্ররূপ। উন্নতি হইয়াছিল । অনেকে অনুমান করেন আর্যভট্টের সময়ে গণিতশ্বাস্ত্রের চুড়ান্ত উন্নতি হইয়াছিল। কোন ই বিলাতীয়
পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/৭৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।