পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩sশ বর্ষ, অষ্টম সংখ্যা । সেখানে শ্রোতা হয়ে যে তুম ! চির-মেন ছবিতেও যেন রাগ-রাগিণী বেজে উঠতো ! চিত্রে এরকম আশ্চর্য ভাব খুব কমই দেখা যায়। ছবিগুলি দেখে ঠিক যে ভাব মনে উদয় হতে ত’ ভাষায় জানান আমার পক্ষে এক প্রকার অসম্ভব ! আমি এ জীবনে সেই সব ভাব কখনও ভুলতে পারব না । অজস্তার প্রথম নম্বর গুহা থেকে বুদ্ধদেবের জীবনের বাল্যের ঘটনা আরম্ভ করে, ২৬নং গুহায় তার চির নিৰ্ব্বাণের চিত্র দেওয়া আছে । এবং প্রসঙ্গ ক্রমে অনেক স্থানে তথনকার প্রচলিত উপকথা ও জাতকাদি গল্পের ছবি আছে। অনেকে অজস্তার ছবিকে নগ্ন বলে উপহাস করে থাকেন ; কিন্তু, এর নগ্ন ভাব আর নর্তকী । 98O বিলাতি নগ্নভাবের মধ্যে অনেক প্রভেদ ! ইউরোপীয় ছবিতে নগ্নতা বিশেষ করে নগ্নতার ভাবই মনে করিয়ে দেয়, আর আজ স্থার ছবিতে নগ্নতা কেবলমাত্র গঠনের সৌন্দৰ্য্য দেখায় ! এ সম্বন্ধে মোগল ছবি অজস্তাচিত্রেরই অনুরূপ । হেমেন্দ্র রায় মহাশয় ইতিপূৰ্ব্বে ভারতীতে অজস্তা গুহা গুলির অবস্থা ও বিবরণ সুন্দর ভাবে লিখেছেন । তাই বাহুল্যভয়ে আর সে সব কথা এ প্রবন্ধে লিখতে চাইনা। মোট কথl,—স্থ ক্ষু কারুকায্য হিসাবে মোগল চিত্র শ্রেষ্ঠ হলেও চিত্র হিসাবে অজস্তার ছবি ঢের মূল্যবান । শ্রীঅসিতকুমার হালদার। নর্তকা।" বীরসিংহ রাজ-সেনাপতি । রাধাবাই•••নর্তকী । হেমরাজ-অজ্ঞাতপরিচয় যুবক । তরুণসিংহ...বীরসিংহের সহকারী। দৃশু-সজ্জিত প্রমোদ-কক্ষ। মুক্ত বাতায়ন-পথে অস্পষ্ট আলো-অন্ধকারের মধ্য দিয়া অদূরস্থ নদী দেখা যাইতেছিল। কাল, জ্যে,ৎস্না-রাত্রি। রাধা বাতায়ন পাশ্বে মখমল-আস্তীর্ণ উচ্চাসনে বসিয়া মৃত্ত্বকণ্ঠে গান গাহিতেছিল। রাধা—(গীত ) ক্যায়সে মুসে রহেনা যায় সামেলিয়াসে প্রীতিকর পাছে তানি, ক্যায়সে কর ক্যায়সে করু মেরি সজনি— পিয়ারে মুরত সামেলিয়া— বীরসিংহ কক্ষমধ্যে প্রবেশ করিল। বীরসিংহ–চারিধার নিস্তব্ধ হয়েছে, রাধা ! রাধা—এখনো তার দেখা নেই । বীরসিংহ-বেচাং জানেন। সে কি ফঁাদে পা দিয়েছে—আজ সে বন্দী হবে! আমি আড়ালে সরে যাই । কিন্তু এখনো সে দেরী করছে কেন ? সে কি কোন সন্দেহ করেছে ? রাধা—আসবে কি না, তাই বা কে জানে ? বীরসিংহ—তাহলে তোমায় ধিক ! এমন