পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/২০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, নবম সংখ্যা । পতিব্ৰতা স্ত্রীর নিকট পার্থিব সকল বস্তু অপেক্ষ অধিক মূল্যবান বিবেচিত হইবে ইছা জানিয়াই সেক্ষপীয়র এইরূপ উইল করিয়া গিয়াছিলেন। রে সাহেব বলেন যে বাল্যকালে সেক্ষপীয়র অন্তান্ত বালকের সংসগে সার টমাস লুসির শিকারোস্তানে মৃগশাবক চুরি করিয়াছিলেন বলিয়া অভিযুক্ত হন। এই ঘটনায় তিনি সার টমাসকে বাঙ্গ করিয়া এক কবিতা রচনা করেন। ইহাতে সারটমাস সেক্ষপীয়রের প্রতি এরূপ ক্রুদ্ধ হইয়াছিলেন যে তাহাকে ষ্ট্রটফোর্ড ছাড়িয়া লওনে আসিতে বাধ্য হইতে হয় । ঘটনাটি সত্য হইলেও হইতে পারে। বিশেষতঃ হরিণ চুরি তখন বড় অন্তায় কাজ বলিয়া পরিগণিত হইত না। ইহা যুবকগণের একটা আমোদের মধ্যে ছিল । সেক্ষপীয়রেরও বাল্যজীবন যে একেবারে নিষ্কলঙ্ক ছিল না তাহ! তিনি নিজেই একটা চতুর্দশপদী কবিতায় বলিয়াছেন—“ Most true it is that I have look’d on এবং truth Askance and strangely.” তিনি সত্যের প্রতি যে সহজ সরল দৃষ্টিতে তাকান নাই একথা তিনি নিজেই স্বীকার করিতেছেন। সেক্ষপীয়রের রঙ্গমঞ্চে যোগ দেওয়ার তিনটী কারণ সমালোচকের নির্দেশ করিয়া থাকেন। প্রথমতঃ, এই হরিণ চুরির ঘটনা, দ্বিতীয়তঃ নাটক এবং অভিনয়ের প্রতি র্তাহার স্বাভাবিক আসক্তি, এবং তৃতীয়তঃ আর্থিক জুরবস্থা । সে সময়ে ইংলণ্ডের সর্বত্রই নাটকের সেক্ষপীয়র সম্বন্ধে দুই একটি কথা । చిరి মহা সমাদর। সেক্ষপীয়রও অভিনয়ে সুনিপুণ ছিলেন। অচিরেই তিনি স্বীয় অসামান্ত মেধাবলে নাট্য জগতে বিশেষ খ্যাতি লাভ করিলেন। এই সময়ে ডিউক সাদামূটন র্তাহাকে আর্থিক সাহায্য দেন, এবং কবি ভিনাস ও এডোনিস এবং লুক্রশ কবিতাদ্বয় র্তাহাকে উৎসর্গ কবেন । রাজ্ঞী এলিজাবেথও র্তাহাকে এবিষয়ে সাহায্য করিতে ও উৎসাহ দিতে কুষ্ঠিত ছিলেন না। ১৬১৩ খৃঃ অব্দের ২৯শে জুন গ্লোব থিয়েটাব পুড়িয়া যায়। বোধ হয় তাহার সঙ্গে সেক্ষপীয়ুরের অনেক লেখা নষ্ট হইয়া থাকিবে । ইহা সত্ত্বেও তাহার রচিত ৩৮টা নাটক এখন পাওয়া যায় । শুনা যায় যে রাজ্ঞী এলিজাবেথ চতুর্থ হেনরি নামক নাটকের সার জন্‌ ফলষ্টাফের চরিত্রে এরূপ মোহিত হইয়াছিলেন যে তিনি আর একটী নাটকে ফলষ্টাফের প্রেমের কাহিনী শুনিবার ইচ্ছা প্রকাশ করেন। সেই অনুরোধেই সেক্ষপীয়র পরে Merry Wives of Windsor also atto on করেল ৷ “সেক্ষপীয়রের পূৰ্ব্বে ইংরাজী সাহিত্যের কিরূপ অবস্থা ছিল ডাক্তার হাডসনের কথাগুলি হইতে তাহার অনেকটা পরিচয় পাওয়া যায়।—তিনি বলিতেছেন,— “সেক্ষপীয়রের পূৰ্ব্বে ইংরাজী নাটকগুলি নীচ আদর্শে রচিত হইত, এবং চরিত্রহীন লোকে রাই নাটক লইয়া থাকিত । সেই হীন দশা হইতে উদ্ধার করিয়া শক্তি, সৌন্দৰ্য্য এবং মুরস সঞ্চারে ইংরাজী নাটককে সেক্ষপীয়র সর্বগুণসম্পন্ন করিয়া তোলেন। নাট্য