পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ed è পুস্তক ভরা আছে, বাংলা সংস্কৃত ইংরাজি সকল ভাষার কিছু না-কিছু ভাল বই তাহার সংগ্রহে ছিল । ম্যাক্সমুলারের “অমিতাভ বুদ্ধ” একবার হাতে করিয়া লাড়িয়া চড়িয়া যখন সে ঈষৎ ক্লাস্তভাবে উপরের তাকে দৃষ্টি নিক্ষেপ করিল, তখন একখানি ক্ষুদ্রাকৃতি পুস্তিকা নিজের পূৰ্ব্বস্তৃতির সবটুকু মধুরতা ঢালিয়া দিয়া উজ্জল সুবর্ণক্ষরে হাসিয়া তাহাকে আহবান করিল। যন্ত্রচালিতের মত বইখানা তুলিয়া লইয়া নীরদ আলমারি বন্ধ করিয়া ঘরের মাঝখানে টেবিলের কাছে ফিরিয়া আসিল । টেবিলের উপর সাদা কাপড়ের আস্তরণ বিছানো ও তাছার উপর কাশীর পিতলের সুন্দর কারুকার্য্য খচিত ফুলদানিতে এক গুচ্ছ হাসনাহানা ফুল তাহার শুষ্ক হৃদয়টির ভিতর হইতে ঘরখানিকে ক্ষীণ শেষ সুরভি দান করিয়া যেন সফলতার গৌরবে চাহিয়া দেখিতেছিল। আসন্ন মরণের পানে চাহিয়া সে যেন হাসিয়া বলিতেছে, “দেখ সবটুকু দিয়া দিয়াছি,—অনুতাপ করিবার কিছু নাই ।” বাতাস তাহারি সুরভি স্মৃতিতে পূর্ণ হইয়া প্রাণপণে তাহাকে তাজা রাখিবার চেষ্টা করিতেছিল। সে-ও শুধু লইয়া সস্তুষ্ট নয়, কিছু দিতে চাহে। বইখান খুলিতে প্রথমেষ্ট নীরদের চোখে পড়িল, All look for thee Love, Light and Song, Light in the sky deep red above Song in the Lark of pinions strong And in my heart true Love. Apart we miss our nature's goal Why strive to cheat our destinies 2 Was not my love for thy Soul? Thy beauty for mine eyes : ভারতী । কাৰ্ত্তিক, ১৩১৭ No longer sleep oh listen now ! I wait and weep, But where art thou?" wzyw syn siffsjef i And in my hcart, true Love. Gi দুইবার উচ্চারণ করিল, “ši সত্যই তাই ! ইহাকেই True Love বলে ! স্বার্থসিদ্ধি, রূপের মোহ, মিষ্টতার স্বাভাবিক আকর্ষণ, সে সব কি প্রেম ? ভুল, ভুল, সে সব ভুল ! সভ্য বলিয়া পূর্ণ মিথ্যাকে আশ্রয় করিতে সবেগে দুই হাত সে উদ্ধে তুলিয়াছিল, তাই সত্যের অধীশ্বর তাহার সে বাতুলত সহ করিতে পারেন নাই ! তাহার অমোঘ বজ্রনিক্ষেপে তাহার গতি প্রতিহত করিয়া দিয়া সত্যের গোধব রক্ষা ও সেই সঙ্গে সঙ্গে তাহাকেও রক্ষা করিয়াছেন। অস্তরের মধ্যে একটা স্থানে যেন নীরদ একটু হাল্ক। বোধ করিল। যাহা বজাহত বলিয়া ভয় ছিল, ভাল করিয়া দেখিয়া বুঝিল তাহ1 উপরের সামান্ত আঁচড়মাত্র,— ভস্মচিহ্ল নয় । পিছন হইতে যোগেন্দ্র হঠাৎ বলিয়া উঠিল, "হরি তুমি সত্য ! দেখো এতদিন তুমি আছ কি ন! আছ এ বিষয়ে বিষম সন্দেহ পোষণ করে এসেছিলাম ; আজ আমি মুক্ত কণ্ঠে স্বীকার কৰ্ব্বে যে তুমি আছ, আছ, আছে, এই পৃথিবীতেই আছ” । নীরদ হাসিয়া মুখ ফিরাইল, “হঠাৎ বেল্লিকের মুখে হরিধ্বনি গুনলে যে আতঙ্ক উপস্থিত্ত হয় । লক্ষণ তো বড় শুভ মনে হচ্ছে না, যোগেন’ ! যোগেন্দ্র নীরদের পিঠে একটt চপেটাঘাত করিয়া সোৎসাহে বলিল, “শুভ লক্ষণ বলে তোমার মনে হচ্ছে না ? True Love