পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/২১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, নবম সংখ্যা । জ্ঞাতিবর্গ তাহাকে পরিত্যাগ করে তবে স্ত্রী তাহার ইচ্ছানুসারে পুনৰ্ব্বার যে তাহাকে প্রতিপালন করিতে পারে এরূপ লোককে বিবাহ করিতে পারে। প্রথমোক্ত চ্যর প্রকারে বিবাহিত “কুমারী” যাহার স্বামী বিদেশে বাস করিতেছেন এবং যাহার সংবাদ পাওয়া যাইতেছে, সেইরূপ স্ত্রী যদি স্বামীর নাম সাধারণে প্রকাশ না করিয়া থাকে তবে সাতমাস অপেক্ষা করিবে। যদি নাম প্রকাশ করিয়া থাকে, তবে এক বৎসর অপেক্ষা করিবে। প্রবাসী স্বামীর সংবাদ যদি অবগত না হওয়া যায় তবে সাত মাস অপেক্ষা করিতে হইবে। যদি স্বামী প্রবাসী হইয়া থাকেন এবং তাহার কোন সংবাদ না পাওয়া গিয়া থাকে এবং স্ত্রী যদি শুল্কের অংশবিশেষ মাত্র পাইয়া থাকেন, তবে স্ত্রী তিন মাস মাত্র অপেক্ষা করিবেন কিন্তু স্বামীব সংবাদ পাইয়। থাকিলে সাত মাস অপেক্ষা করিতে হইবে । সম্পূর্ণ শুল্ক যে স্ত্রী পাইয়াছেন, স্বামীর সংবাদ না পাইলে তিনি পাচমাস চ পেক্ষা করিবেন কিন্তু চয়ন-সিউ-ইউ-কি । ፃ 8› অনুমতি লইয়া ইচ্ছানুসারে বিবাহ করিতে পারেন ; কেননা + * খ্রীর ধৰ্ম্মরক্ষা না করিলে কোটিলা বলেন, ‘ধৰ্ম্ম বধ’ হয়। যে সকল স্বামী অনেক দিন প্রবাসী, বা যাহারা মৃত তাহদের অপুত্রবর্তী স্ত্রীগণ এক বৎসর অপেক্ষা করিবেন। এক্ষেত্রে স্ত্রীগণ স্বামীর কনিষ্ঠ ভ্রাতাকে বিবাহ করিতে পারেন । যদি মৃত স্বামীর অনেকগুলি ভ্ৰাত থাকে, তবে স্ত্রী মৃত স্বামীর কনিষ্ঠ সহোদর অথবা যে ভ্রাতা ধাৰ্ম্মিক ও তাহাকে প্রতিপালনে সক্ষম হইবেন অথবা যে সৰ্ব্ব কনিষ্ঠ ও অবিবাহিত তাহাকে বিবাহ করিবেন। যদি মৃত স্বামীর ভ্রাতা না থাকে তাছা হইলে স্বামীর আত্মীয়গণের সগোত্রে বিবাহ করিবেন । কিন্তু যদি উপযুক্ত অনেকগুলি ব্যক্তি থাকেন, তবে মৃত স্বামীর নিকট-আত্মীয়কে বিবাহ করিবেন। যদি কোন স্ত্রীলোক উপরি উক্ত নিয়মের ব্যতিক্রম করেন, তাহা হইলে ঐ স্ত্রী এবং যে তাহাকে বিবাহ করিয়াছে, যাহার কন্যাকে দান করিয়াছে এবং যাহার। ইহাতে সম্মতি দান করিয়াছে তাহারা সকলেই দগুনীয় সংবাদ পাইলে দশ মাস অপেক্ষা করিবেন । হইবেন । পরে, বিচারকগণের ( ধৰ্ম্ম স্থেী বিস্তষ্ট ) শ্ৰীযোগীন্দ্রনাথ সমাদার। Eञन्इब्ष 1 হিউয়েনসাং প্রণীত সিউ-ইউ-কি। লানপো (লঙঘন ) (১) লানপে। রাজ্য পরিধিত্তে প্রায় সহস্র লি। ইহার পৰ্ব্বত শ্রেণী । প্রায় দশ লি স্থান বেষ্টন করিয়৷ রাজধানী অবস্থিত। কয়েক শতাব্দী হইতে রাজবংশ উত্তরে তুষার পর্বত শ্রেণী ; অন্ত তিনদিকে কৃষ্ণ লুপ্ত হওয়ায়, প্রধান ব্যক্তিগণ স্ব স্ব ক্ষমতা পরিচালনের ( ১ ) এই প্রদেশ কাবুল নদীর উত্তর ধারে অবস্থিত । Ancient Geography of India osco কনিংহাম সাহেব ইহার স্থান নির্দেশ করিয়াছেন । ইহার পশ্চিমে ও পূর্বে আলিঙ্গর ও কুনার নদী।