পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/২১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 8も বিষয়টি নিঃস্বার্থভাবে অনুশীলন করা আমার পক্ষে নিতান্তই অবিশু্যক। এই উপনিবেশরাজ্যগুলি যুদ্ধের দ্বারা বিজিত হইয়াছে বাহুবলে বশীভূত হইয়াছে—এই ছুত করিয়া অনেকে—যাহার যুদ্ধবিগ্রহের স্থানে শাস্তিকে ও বাহুবলের স্থানে দ্যায়ধৰ্ম্মকে স্থাপন করিতে চাহেন—উপনিবেশ সমস্তার সম্বন্ধে বড় একটা আগ্রহ প্রকাশ কবেন না। উপনিবেশ স্থাপনের কাজটাই অঞ্চtয় ও দুর্নীতিমূলক —এই বলিয়া এক কথায় তাহারা বিচার নিম্পত্তি করিয়া বসেন । র্তাগর। ইহা বোঝেন না,—এসম্বন্ধে কোন কাজ করিবার পূৰ্ব্বে বাস্তবিক অবস্থাটা জান! আবগুক। একথা স্বীকার করিতে হইবে, উপনিবেশ-তন্ত্রটা একটা বাস্তব তথ্য ; ভৌগোলিক সংস্থান, ঐতিহাসিক ঘটনা, দেশকালে জাতিবিশেষের আপেক্ষিক অবস্থা— এই সকল কারণে উপনিবেশস্থাপন অনিবাৰ্য্য। যে জাতি যুরোপীয় নহে, এবং যুদ্ধকার্য্যে ও আর্থিক হিসাবে যে জাতি দুৰ্ব্বল, সে জাতিকে কোন য়ুরোপীয় জাতির অধীনে আসিতেই হইবে—যে যুরোপীয় জাতি যুদ্ধে ও অর্থে সমধিক প্রবল বলবান। উপনিবেশপত্তনের কাজ আপাতত অনিবাৰ্য্য—একথা যদি স্বীকার করা যায়, তাহা হইলে, দ্যায়ানুসারে দেশীয় লোকদিগকে মুক্তিদান করিবার চেষ্টায় উপস্থিতমত বিশেষ-বিশেষ সংস্কার প্রবর্তিত করিয়া ক্রমশঃ উন্নতির পথে অগ্রসর হইতে হইবে, সুদূরবত্তী রাষ্ট্রবিপ্লবের শুধু একটা অস্পষ্ট আশা হুদয়ে পোষণ করিলে কোন কাজ হইবে না। স্বতরাং উপনিবেশ সমস্তার সমস্ত খুঁটিনাটিগুলি, সমস্ত ভারতী । পৌষ, ১৩১৭ মতবাদগুলি, সমস্ত তথ্যগুলি ভাল করিয়া অনুশীলন করা অব্যক। বর্তমান অবস্থাটা জানিতে পারিলে, তৎসম্বন্ধে কৰ্ত্তব্য নিৰ্দ্ধারণ করা সহজ হইবে । যবদ্বীপে ওলন্দাজের কি করিতে চাহিয়াছিল ? —তাহদের উদ্দেশু কি ছিল ?—আর কিছুই নহে,—উপনিবেশ-রাজ্যের যে সমস্ত প্রাকৃতিক সম্বল, তাহার উৎকর্ষ সাধন করিয়া, তাহা হইতে ধন উৎপাদন করিয়া ওলন্দাজ দেশের ঐশ্বৰ্য্য বৃদ্ধি করা, স্বদেশকে লাভবান করা,—ইহাই উদ্দেগু । ইহা সেই কাৰ্য্যপ্রণালী, যtহ ১৮৩০ Įètto General Vanden Basch FHRİ করিয়াছিলেন । উপনিবেশ সম্বন্ধীয় মতবাদের ইতিহাসে, এই প্রণালীটি Basch এর প্রণালী বলিয়া অভিহিত হইয়া থাকে। প্রণালীটি এইঃ—যুরোপীয় রাজসরকার,—যুরোপীয় কৰ্ম্মচারীর তত্ত্বাবধানে, কতকগুলি নির্দিষ্ট সংখ্যক প্রয়োজনীয় বিদেশী গাছ রোপন ও চাষ করিবার জন্ত দেশীয় লোকদিগকে বাধ্য করেন ; দেশীয় লোকেরা তাহাদের কৃষি উৎপন্ন দ্রব্য, একটা নির্দিষ্ট মূল্যে সরকারের গুদামে দাখিল করিতে বাধ্য। এই সকল উৎপন্ন দ্রব্য যুরোপে চালান করিলে খুব লাভ হয়। কেননা, খুব কম মূল্যে খরিদ করিয়া খুব বেশী মূল্যে বিক্রয় করা হয়।—প্রথমে চিনি, তামাক, চা, নীল প্রভৃতি সকলপ্রকার চাষের সম্বন্ধেই Basch এর প্রণালী অমুস্থত হইত, পরে ক্রমশঃ শুধু কাফির চাষেই এই প্রণালী প্রযুক্ত হইল। এই অনন্তসাধারণ অর্থনৈতিক বন্দোবস্তট—যুগপৎ সরকারের অমুকুল ও প্রজার প্রতিকুল ; সরকারের