পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/২৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৬২ সে সাড়া দিল না। আমরা কহিলাম, “কে তুই, বল শীঘ্ৰ !” তবু সে কথা কহিল ন, বা চোখ খুলিল না ! এক বন্ধু কহিল, “মুখের কাছে আলোট ধর-এখনি টিটু হবে!” তার মুখের কাছে আমি বাতি ধরিলাম ! তবু তার মুখে কথা নাই ! আমি কছিলাম, "কথা বল না মাগী !” তবু সে আচঞ্চল রহিল ! আমরা অস্থির হইয় উঠিলাম ! এ কি আপদ আসিয়া জুটিল ! বন্ধু কহিল, “ধর আলো—মুখে !” আমি তার চিবুকের নিচে বাতি ধরিলাম। লে চোখ খুলিয়া চাহিল! কি ভীষণ তার সে দৃষ্টি ! আমি চক্ষু মুদিলাম। সহসা হাতে তৈমুর হসেনের এই পরাজয় হইতেই তৈমুর বুঝিলেন যে, তিনি ষে অশ্বারোহী সৈন্য প্রস্তুত করিয়াছেন তাহার সাহায্যে সমগ্র অtসিয়া মহাদেশ তিনি পদানত করিতে সমর্থ। তাহার প্রজ। মেষপালকের তাহীদের অশ্বশাল হইতে শ্রেষ্ঠ অশ্বগুলিকে লইয়া রণবিদ্যায় শিক্ষিত করিয়াছে এবং শিশুকাল হইতেই তাহtদিগকে সৈন্তদলের সহিত চালিত হইতে অভ্যস্ত করিয়াছে। এই সকল মেযপালকের অশ্বারোহণ নিপুণতা এবং অশ্বচিকিৎসাব্যুৎপত্তি পরে তাহার দেশজল্প ব্যাপারে বিশেষ উপকারে লাগিয়াছিল । হুসেনের স হত যুদ্ধে জয়লাভ করিয়া তৈমুর অবাধে সমরখন্দে প্রবেশ করিলেন । এই নগরই হুসেনের বৃহৎ রাজ্যের রাজধানী ছিল। নগরপ্রাস্তে তৈমুর উপস্থিত হইবা মাত্র বিন আপত্তিতে তাহার তোরণ দ্বার মুক্ত হইল এবং প্রজীবৃন্দ অক্ষুন্ধচিত্তে cबांशंळ ब्रांछकूबांब्र६क ब्रांछ*८म श्रङिदिङ दब्रिज । ভারতী । পৌষ, ১৩১৭ একটা দংশনজাল বোধ করিলাম ! উঃ ! চোখ খুলিয়া দেখি, আমার শয্যায় সম্মুখে আচাৰ্য্য দাড়াইয়া আছেন । আমি কছিলাম, “আমি কি অনেকক্ষণ ঘুমিয়ে ছিলাম ?” তিনি কহিলেন, “ষ্ঠী ! এক ঘণ্ট। ঘুমাচ্ছ ! তোমার কন্যাকে এনেছি, মেরি-দেখিবে না ? তোমাকে জাগাতে না পেরে আমাকে ডেকেছে – তোমার কন্য। মেরি —” আমি চীৎকাব কবিয়া উঠিলাম, “মেরি ! আমাব কন্যা মেরি—কই সে ? কোথা বলুন ! আনুন—আমার বুকে তুলে দিন তাকে ৷” ( ক্রমশ: ) শ্ৰীসৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়। লঙ্গ ইতিপূৰ্ব্বে তৈমুরের পিতৃপুরুষগণই এই সিংহাসনের অধিকারী ছিলেন। এই নগরকেই তৈমুর উহার বিজিত বিপুল সাম্রাজ্যের রাজধানী করিয়াছিলেন । তাহার অসাধারণ শক্তির বলে সমরখন্দ সমগ্র আসিয়ার ধনসম্পদের ভাণ্ডারভূমি হইয়া উঠিয়ছিল। হিন্দুস্থান পারস্ত, সিরিয়া এবং মিশর দেশ জয় লুণ্ঠন করিয়া তিনি যে বিপুল মণিকাঞ্চন সংগ্ৰহ করিয়াছিলেন, এই সমরখন্দেই তাছা সঞ্চিত হইয়ছিল । সমরখন্দের অধিকার হইতেই তৈমুরের রাজত্ব श्राङ्गठ हईल चलिtऊ *ाज्ञां शाग्न । भूगलमांन इंठिहtन অনুসারে হিজরা ৭৭১ সালে বা ১৩৭ খৃষ্টাব্দে তৈমুর এই নগর অধিকার করেন। তৈমুরের বয়স তখন ৩৫ বৎসর। বিশ্ববিজয়ী আলেকজান্দান্ধুের জীবনের সঙ্কিত তুলনা করিয়া দেখিলে দেখা যায়,যে বয়সে তাহার दितिज औदएमब्र शबनिक गडन इश्ब्राझिल, tठभूब সেই বয়সে র্তাহার জীবন অfরস্ত করিতেছেন মাত্র ।