পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/২৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, নবম সংখ্যা । শেষ ভাগে তিনি বলিয়াছেন—“শাসনকর্তা মাত্রেরই কতকগুলি নীতির অনুসরণ করা কৰ্ত্তব্য। সার রবার্ট পীল তাহার পিতামহ লর্ড হার্ডিংকে যে উপদেশ দিয়াছিলেন, তিনিও তাহারই অনুসরণ করিবেন। পীল লিখিয়াছিলেন—“যদি তুমি শাস্তি রক্ষা করিতে পার, বাণিজ্যের উন্নতি করিতে পার, ব্যয় কমাইতে পার, ভারতবাসীর মনে আমাদের দ্যায়পরায়ণতা ও দয়ার উপর বিশ্বাস জন্মাইয়া আমাদের ভারতধিকারের ভিত্তি দৃঢ় করিতে পার, তাহা হইলে স্বদেশে প্রত্যাগমনকালে তুমি এখানে যে আন্তরিক আনন্দ ও কৃতজ্ঞতাপূর্ণ অভিবাদন পাইৰে তাহ দ্বাদশ যুদ্ধজয়ী বীবের অভিবাদন অপেক্ষা সহস্ৰগুণ অধিক আন্তরিক ৷” লর্ড হার্ডিং বলিয়াছেন “এই নীতি স্মরণ রাখিয়া ভারতবাসীর প্রতি র্তাহার আন্তরিক স্বাভাবিক সহানুভূতির সহিত তিনি তাহার কৰ্ত্তব্যপালন করিবেন এবং ভারতবাসীর আর্থিক ও নৈতিক উন্নতির জন্ত যথাসাধ্য যত্নচেষ্টা করিবেন। শাসন কৰ্ত্তার পক্ষে ইছ! অপেক্ষা শ্রেষ্ঠ নীতি আর হইতে পারে না । তিনি তাহার কৰ্ম্মের দ্বারা এই উচ্চনীতি সফল করিতে পারিলে, ভারতবালী মাত্রেরই ভক্তি ও কৃতজ্ঞতাভাজন হইবেন गरनङ् नांहे । লর্ড হাডিংকে বিদায় দিবার জন্য র্তাহার বিদ্যালয়ের সহপাঠীরা একটি সভার আয়োজন করিয়াছিলেন । এই সভাতে তিনি ইংলওে हेश्ब्रांछ ७ छांब्रउवांनौ झांtबग्न भtथा भिणन সম্বন্ধে এক বক্তৃতা দেন। তিনি বলেন ষে “এই উভয় শ্রেণী ছাত্রের মধ্যে যে সম্ভাব ও to e दिलांब्र ७ श्रांशंभन । ዓፃፃ মিলন নাই সেটা নিতান্তই শোচনীয় ব্যাপার। এই কারণেই ভারতবাসী ছাত্রেরা কুসঙ্গে মিশিতে বাধ্য হয়। বিলাতে ভারতীয় ছাত্রদিগকে সাহায্য ও রক্ষা করা প্রত্যেকেরই কর্তব্য। হারো স্কুলে এই সকল ছাত্রের সহিত ইংরাজের ষেরূপ আত্মীয়ের দ্যায় ব্যবহার করে, সকল বিদ্যালয়েই সেইরূপ হওয় উচিত। ভারতবাসীদের প্রতি ব্যবহার ইংরাজ সাম্রাজ্য রক্ষার পক্ষে বিশেষ মনোযোগের বিষয় ।” ভারতে অশাস্তি সম্বন্ধে এক স্থানে বলিয়াছেন যে,—ভারতে জনসাধারণের রাজভক্তি সম্বন্ধে সন্দিহান হইবার উপযুক্ত কারণ তিনি কিছুই দেখিতে পান না। দুই চারি জন বিকৃত মস্তিষ্ক ভিন্ন সিডিশন প্রচারে যে প্রজাসাধারণের কোনও সহানুভূতি আছে এরূপ বিশ্বাস করা অসঙ্গত। র্তাহার স্থির বিশ্বাস ষে সহানুভূতি ও করুণার প্রভাবে ভারতের অশান্তি অচিরে লোপ পাইবে ! সহানুভূতি ও করুণার প্রভাবে জগতের সকল অশাস্তিই লোপ পায় । লর্ড হার্ডিং যদি এই দুইটী আদর্শ সম্মুখে রাখিয় তাহার শাসনকৰ্ম্ম পরিচালিত করেন তাহা হইলে তিনি যে অচিরে দেশের লোকের পূজ্য হইয়া উঠিবেন এবং চতুর্দিকে শাস্তি ও সন্তোষ প্রতিষ্ঠিত করিবেন তাহাতে কোনই সন্দেহ নাই । শক্তির অপব্যবহারেই অশান্তির উৎপত্তি। পুণ্যবৃত্তির দ্বারা শক্তিকে সরল ও সংযত করিলে তাহা প্রেমের আকার ধারণ করে । পিতামাতা শাসন করিলেও তাহা প্রেমেরই শাসন। লর্ড হার্ডিং ইংলও ত্যাগের পূৰ্ব্বে একটি