পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/২৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓዓb” বেশ কৌতুকজনক ঘটনা ঘটয়াছিল। তিনি ষ্টেশনে আসিয়া দাড়াইয়া আছেন এমন সময়ে সহসা ট্রেণ ছাড়িয়া দিল। সেখানে ত’ লেডি হাডিং ভারতী । পৌষ, ১৩১৭ এখানকার স্তায় নিযুক্ত বড় লাটের জন্ত স্পেশাল টেণের ব্যবস্থা নাই। তাহার পর আবার গাড়ীটিকে পিছনে হটাইয়া ষ্টেশনের মধ্যে আনা হয়, তখন আমাদের রাজপ্রতিনিধি তাঁহাতে আরোহণ করেন । গাড়ী ছাড়িবার কিছু পূৰ্ব্বে লেডি হার্ডিং চীৎকার করিয়া উঠিলেন ; “ঐ তোমার পকেট হইতে চুরি করিতেছে।” লর্ড হার্ডিং ফিরিয়া দেখেন এক বৃদ্ধ তাহার পকেট কাটিবার চেষ্টা করিতেছিল । তিনি তৎক্ষণাৎ ভিড়ের মধ্য দিয়া তাহার অনুসরণ করিয়া তাহাব স্কন্ধে হস্ত দিলেন । কিন্তু পরক্ষণেই তাহার চিত্ত পরিবর্তিত হইল, বৃদ্ধকে কিছু না বলিয়াই ফিরিয়া ষ্টেশনে আসিলেন। রাজপ্রতি নিধি তাহাকে মুক্তি দিলেন দেখিয়৷ পুলিসেও আর তাহাঁকে কিছু বলিল না, বিনা উপদ্রবে চোর অন্তধান করিল। কাউণ্ট লিও টলষ্টয় মানব সমাজকে ধৰ্ম্মে, সমাজশক্তিতে এবং স্বাধীনতায় উন্নত ও সঞ্জীবিত করিবার জন্ত বর্তমান যুগে যতগুলি মহৎ জীবনের অমূল্য শক্তি নিয়োজিত হইয়াছে, তন্মধ্যে রুষিয়ার জনসাধারণের গুরু, ধৰ্ম্মসংস্কারক, সৰ্ব্বশ্রেষ্ঠ লেখক ও রাজনৈতিক সংস্কারক কাউণ্ট লিও টলষ্টয়ের আসন সৰ্ব্বশীর্ষে অবস্থিত। এই মহাপুরুষ সম্প্রতি দেহত্যাগ করিয়া, সম্পদ বিপদের দুৰ্গম পথের মধ্য দিয়া দীর্ঘ দিনের অবসানে এক চিরশান্তিময় বিশ্রামপুর্ণ স্থানে গিয়৷ অবসর গ্রহণ করিয়াছেন। মৃত্যু আসিয়া মহৎ জীবনের পূত প্রবাহকে রুদ্ধ করিয়া দেয় এবং মানবসমাজের অস্তরালে এক অনস্তরাজ্যে লইয়া যায় বটে, কিন্তু ইহাদের বাণীকে শত শত শতাব্দীর স্তর আচ্ছন্ন করিয়া ফেলিতে পারে না । ইহা প্রচ্ছন্নভাবে মানবের অন্তঃকরণকে উজ্জল আলোকে উদ্ভাসিত করিয়া রাখে। টলষ্টয়ের জন্মকালে রুষিয়া ঘোর অন্ধকারে আচ্ছন্ন ছিল । সুপ্তিজাল জড়িত রুষিয়t তখনও সাম্য মৈত্রী স্বাধীনতার বিজয়গীতি— যাহা ইউরোপের অপরাপর দেশকে মুখরিত করিতেছিল, শ্রবণ করিতে পায় নাই। দুৰ্দ্দমনীয় রাজশক্তি নিৰ্ম্মমভাবে অসহায় প্রজা