পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/২৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪ণ বর্ষ, নবম সংখ্যা । কারণ তাহা সখড়ি নহে। এইজন্ত সচৰাচর দেখা যায় থাবার খাইয়া ছেলের হাত ধোয় না । তারপর সেই হাতে জুনিয়াব জিনিষ ধবে । কিছুকাল হইতে এই সকলে ঘৃণা জন্মাষ্টলে বালক বালিকা আপনআপনি ধূলাকাদা হইতে পরিধেয় বস্থাদি রক্ষা করিয়া চলিতে পারে। ৪৫ বৎসরের বালকবালিক। স্নানের সময় অনায়াসে নিজের নিজের কাপড় সাবান দিয়া ধুইয়া দিতে পারে। একজন গৃহস্থেব বাড়ীতে প্রবেশ কর— বাড়ীব গৃহিণী কেমন তাহা “এক নজরেই” বোঝা যায়। মুগুহিণীব যেখানে সেখানে যখনি যা ও দেখিবে সমস্ত ষ্ট পরিপাটি। আলনার কাপড়গুলি গোছান থাকিলে যে ঘরের কতখানি শোভা বুদ্ধি হয়— বিশৃঙ্খলা কতখানি দূৰ হয় তাহ সুগৃহিণী বিলক্ষণ বুঝিতে পারেন। বাড়ীব মধ্যের সৰ্ব্বোৎকৃষ্ট ঘরটিই আমাদের শয়নগৃহ-- অতিথি যে কোন মহিলাই সেইখানে অভ্যর্থন লাভ করেন। সেই ঘরে গিয়া দেখিবে একদিকে একখানা খাট তার অধিখানা মসরি ফেলা আধখানা তোলা ২/৩টা বালিস এলোমেলো ভাবে পড়িয়া আছে—একখান। চাদর জড় করা আছে, একটা ছেলে ঘুমাইতেছে । ওধারে যোড়া তক্তা পাতা তার এক পাশে, কতকগুলা লেপ কঁাথা বালিস স্তুপাকৃতি, এ পাশে সমালোচনা । ఏు ক তক গুল ছোট বালিস কঁখি, ছোট ছেলের জাম ছড়ান, আর এক ধারে অtলনার উপর কৰ্ত্তার কামিজ কোট, গৃহিণীর ডুরে সাড়ী হইতে ছেলেদের সব কাপড়,–রাশিঙ্কত ময়ল ফরসা বিবিধ প্রকাবের বস্ত্রের বোঝা, আর দিকে আলমাবীর মাথায় রাজ্যের বাজে জিনিস—ঘরের মেঝেতে দুধের বাটী ঝিমুক শালপাত খাবারের গুড়া জল কাদা-ইহার মধ্যে কোন মতে আগন্তুকের স্থান হইল । আর যাহাই হউক ইহা যে অশোভন তাহ অস্বীকার করা যায় না। স্বগৃহিণীর ঘরে দ্বারে এমন দৃপ্ত কোন সময়েই কখনও দেখা যায় মা ! ঘর দ্বার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মলিনতা ও বিশৃঙ্খল। দূর করা যে কেবলমাত্র স্বগৃহিণীর গৃহিণীপনায়ু সাধিত হয় সে বিষয়ে সন্দেহ নাই । “সকড়ির বিচার” ও “গুচির আচারের” সহিত পরিচ্ছন্নত মিলিত হইলে আমাদের প্রত্যেক গৃঞ্চস্থেব গৃহই সৌন্দৰ্য্যময় করিতে পারে। একজন দরিদ্র ফিরিঙ্গী মহিলার ঘর দ্বার যে আমাদের সন্ত্রান্ত মহিলাদেব ঘর দ্বারকে ধিকার দিতে পারে ইহ গোববেব বিষয় নহে । অশোভনতার দিকে দৃষ্টি পড়িলে অল্প আয়াসে ও স্বল্প ব্যয়ে ঘরে ঘরে পরিচ্ছন্ন তা আনিতে পারা যায় । ইহাতে লক্ষ্মীর শ্ৰীও বুদ্ধি হয় । সমালোচনা | ঠগী কাহিনী । শ্ৰীযুক্ত কুলদাপ্রসাদ মাত্র । গ্ৰন্থখানি মেডোস টেলর রচিত স্ববিখ্যাত সাপ্তাল মল্লিক প্রণীত। হিতবাদী পুস্তকালয় হইতে ইংরাজী গ্রন্থের (Confessions of a Thug) প্রকাশিত হিতবাদী প্রেসে মুদ্রিত। মূল্য দেড় টাকা বঙ্গানুবাদ । মূল গ্রন্থের উপকাঞ্জিত ও হৃদয়গ্রাহিত