পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/২৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, দশম সংখ্যা । হোক্ ! কৃষক যেখানে অলস এবং দুৰ্ব্বল, যেখানে সে পূর্ণ উদ্যমে তার ক্ষেত্র কর্ষণ করে না, সেইখানেই শ:স্তর পরিবর্তে আগtছায় দেখতে দেখতে চারিদিক ভরে যায়-সেইখানেই বেড়া ঠিক থাকে না, আল নষ্ট হয়ে ষায়, সেইথানেই ঋণেব বোঝা ক্রমশই বেড়ে উঠে বিনাশের দিন দ্রুতবেগে এগিয়ে আসতে থাকে ;—আমাদের দেশেও তেমনি করে দুৰ্ব্বল তার সমস্ত লক্ষণ ধৰ্ম্মসাধনায় ও কয়সাধনায় পরিস্ফুট হয়ে উঠেছে --উচ্ছঙ্খল কল্পিনিক তা ও যুক্ত,বচার চীন আচারের দ্বার আমাদের জ্ঞানের ও কন্মেব ক্ষেত্র, আমাদের মঙ্গণের পথ, সৰ্ব্ব এই একান্ত বাধাগ্রস্ত হয়ে উঠেছে ; সকল প্রকার অদ্ভুত অমূলক অসঙ্গত বিশ্বাস আতি চিত্তকে জড়িয়ে জড়িয়ে ফেলচে ; নিজের দুর্বল বুদ্ধি ও দুৰ্ব্বল চেষ্টায় আমরা নিজে যেমন ঘবে বাহিবে সকল প্রকার অনুষ্ঠানে প্রতিষ্ঠানে পদে পদে ই নিয়মের স্বলন ও অব্যবস্থাব বীভৎসতাকে জাগিয়ে তুলি তেমনি তোমার সঙ্গজেই আমাদে ব মান ও C3 || b の ○ করি, সেই জন্তই কোনো প্রকার অন্ধ সংস্কারে আমাদের কোথাও বাধা নেই, তোমার চরিতে ও অমুশাসনে আমরা উন্মত্ততম বুদ্ধিভ্রষ্টতার আবোপ করতে সঙ্কোচমাত্র বোধ করিনে এবং আমাদের সর্বপ্রকার চির-প্রচলিত আচার বিচাবে মূঢ় তার এমন কোনো সীমা নেই যার থেকে কোনো যুক্তিতর্কে কোনো শুভবুদ্ধি দ্বারা আমাদের নিবৃত্ত করতে পারে। সেই জষ্ঠে আমরা দুৰ্গতির ভয়সস্কুল মুদীর্ঘ অমাবস্তার রাত্রিতে দুঃখদারিদ্র্য অপমানের ভিতর দিয়ে পথভ্রষ্ট হয়ে কেবলি নিজের অন্ধগর চারিদিকে ঘুরে ঘুবে বেড়াচ্চি। হে শাস্ত, হে মঙ্গল, আজ আমাদের পূৰ্ব্বকাশে তোমার অরুণবাগ দেখা দিয়েছে, আলোকবিকাশের পূৰ্ব্বেষ্ট দুটি একটি করে ভক্ত বিহঙ্গ জাগ্রত হয়ে সুনিশ্চিত পঞ্চম স্বরে আনন্দ বার্তা ঘোষণা করচে, আজ আমরা দেশের নব উদ্বোধনের এই ব্রাহ্মমুহূৰ্ত্তে মঙ্গল পরিণামের প্রতি দৃঢ় বিশ্বাসকে শিরোধাৰ্য্য করে নিয়ে তোমার জ্যোতিৰ্ম্ময় কল্যাণহুর্যের এই বিশাল বিশ্বব্যাপারেও আমরা অভু্যদয়ের অভিমুখে নবীন গ্রাণে নবীন BBBB BBBBB BBBS BBBBBBB BBB BBB BBBBB BDDDB কল্পনা করি, অসম্ভব বিভীধিক স্বজন নমস্ক র করি। শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর । মান ও প্রেম । মান চাহে তাপনার প্রভুধের বলে প্রিয়জনে রাখিবারে ভূত্যের মতন । প্রেম শুধু ল এ পদে ধীরে আসে চলে বুকে লয়ে ক্ষমাময় আত্ম-সমৰ্পণ । ঐকুমুদরঞ্জন ঘোষ ।