পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৩১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, দশম সংখ্য । তার ? ঈর্ষার ? অকৃতজ্ঞতার –কিসেব ? বিষয় আপনার, আপনি যদি তাহ রাস্তার লোক ডাকিয়া ও বিলাইয়া দেন তাহাতে বাধ৷ দিবার আমার অধিকার কি ? কিন্তু আমার সহিত তাহদের যে সম্বন্ধ ছিল তাহারই জষ্ঠ শুধু এইটুকু স্মবণ ক ধাইয় দেওয়া উচিত বলিয়া মনে কবিতেছি । দোষীকে দণ্ডেব পবিবৰ্ত্তে পুৰস্কার দtল যদি নিতান্তই আপনার অভিপ্রেত হয় অন্ত কাহাব ও দ্বারা সে কার্য্য দুঃখিনী।* থে’তে পায়নি, দু’দিন ধরে"; তার উপবে রোগেব জালা, আছে তাহাব তিনটি শিশু,— অন্ন বিনে হাড়ের মালা ! একটি দ্বারের সাম্নে এসে “ভিক্ষে দা ওগো” বললে খালি ; “কোন অভাগী, দূর হ !” বলে, কে যেন তায় পাড়ল গালি ! গরীব বলে এম্ন করে? সবাই তা’বে কবৃছে ঘৃণা ; দেয় না তা’রে কেউ যে কিছুষ্ঠ গালি কিম্ব প্রহাব বিনা ! মধ্যাকাশে তপন তখন প্রখর তেজে জলতেছিল ; এমুনি কালে, বক্ষে-শিশু- . মাকে আমার তাড়িয়ে দিল ! ঐী:দবকুমার রায় চৌধুরী। |

  • ●。

করাইয়া লক্টবেন আমায় ক্ষমা করুন। অীবগুক হইলে আপনার দলিলপত্র পাঠাইয়া দিতে পারি কিন্তু আমায় অনুগ্রহ করিয়া কোন ংবাদই দিবেন না ।” কি ভয়ানক ! সেই রজনীনাথ সেই স স্থান বৎসল পিতা ! প্রাণাধিক মেহেব কস্তার সম্বন্ধে আজ র্তাহাব এই নি । হৃদয়হীন পত্ৰ ! শু মাকান্ত মৰ্ম্মাহ ত ইষ্টলেন । স্বপ্রকাশ । আপন বসন্তবাগে সেপ তুমি পূর্ণ প্রফুটিত সেথা নাহি দখিন পবন । নিঃশব্দ বীণায় তব সেপ জাগে সমাপ্ত সঙ্গীত সেথা নাহি কাকণী কুজন ! অনন্ত মিলন সেথ, চির ভালবাসা ; সেথা স্তব্ধ গুঞ্জরণ, নাহি যাওয়া আসা ; বিরহদহন নাছি, নাহি লুব্ধ আশা ; o নাহি স্বপ্ন শুধু জাগরণ ! সেথা তব তন্দ্রাহীন অঁাfথ জাগে দিনবাত্রি পারে সেথা নাহি ক্ষণ-চন্দ্র-লেথ । সেথা পদ প্রান্তে তব চির মেঘ-মুক্ত বক্তরাগ, সেথা নাহি উমারুণ-রেখা ! নাহি দীপ্তি ক্ষণিকে ব, নাহি অন্ধকার ; চিরতৃপ্তি, নাহি অতৃপ্তির হাহাকাব ; আছে মুক্তি, নাহি সেথ' বন্ধন বিকার ; নাহি সঙ্গ, নহ সেথা এক ! শ্রদীনেন্দ্রনাথ ঠাকুর।

  • গত পৌষ মাসের ভারতীতে প্রয়াণ নামক কবিতাষ নিবিড় নীরদ স্থলে ভুলক্রমে ‘নিবিড় নদীর’ হইয়।

পডিয়াছে ।