পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৩৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, একাদশ সংখ্যা । পোষ্যপুত্র । byస& পোষ্যপুত্র। Sb' প্তামাকাস্তের প্রথম পত্রের উত্তর যে রজনীনাথ তেমন নিষ্ঠুবভাবে দিয়াছিলেন, তাহার একটা গোপন রহস্ত ছিল । শান্তির প্রতি অবিচার দণ্ড প্রদান করিবার পব ধখন অনুতপ্ত চিত্ত বেদনার কষ। পুনঃ পুন আঘাত করিয়া বলিল মূঢ়, তুমি নিতান্তই মুঢ়, ধিক তোমার বিদ্যাবুদ্ধি জ্ঞানে । এই বুদ্ধিতে তুমি নিরীহ মকেল ঠকাইয়া থা ও ” তখন ইহা ও স্মরণ হইল যে হেমেন্দ্র কোথায় গিয়াছে সে সন্ধান বাহিব করিবারও কোন উপায় রাখা হয় নাই । সেদিন তাহদেব সঙ্গে কোন লোক ও দেন নাই—লে তাহারা কলিকাতা ত্যাগ করিল, কিম্ব কলিকাতার ভিতরেই রহিল, অস্তুতঃ এইটুকুও জান৷ যাইবে । ছিঃ ছিঃ, একি আত্মবিস্মৃতি ! একি বিচারের ভানে পূর্ণ অবিচারকে আশ্রয় করা ! শাস্তির সেই জলসিক্ত পদ্মপাপড়ির মত সজল চোখ দুটি বেদনাবিক্ষত বক্ষে রাত্রি দিন কাটার মতন বিধিতে লাগিল । অনুসন্ধানের পথ নাই, কাহারও নিকট বলতে আত্মমর্যাদায় আঘাত লাগে, বসুমতী অসুস্থতার দোহাই দিয়া শয্যাশ্রয় করিয়াছেন তাহার নিকটেই বা সাত্বনা কোথায় ? গুরুভার চিত্ত কৰ্ম্মস্রোতে ভাসাইয় দিন কাটিতেছিল বটে কিন্তু বিদ্রোহী রাত্রে যেন কিছুতেই আর পোছাইতে চাহিত না । নিঃশব্দে নিরাননো সময় নিজের গন্তব্য পথে অগ্রসর হইতে লাগিণ । মুকু এখন অনেকটা বড় হইয়াছিল, সে এখন লোকের মুখদুঃখ অনেকটা অনুভব করিতে পারে, দিদি হঠাৎ আসিয়া অন্তধ্যান হইয়া যাইবার পর হষ্টতেই যে পিতার মনে কষ্ট আশ্রয় লইয়াছে তাহ সে প্রায় সৰ্ব্বদাই তাহার মুখের ভাবে বুঝতে পারত। ৩বু দিদির সম্বন্ধে অদম্য কৌতুহল ও আগ্রহ সত্ত্বেও পিতাকে কোন প্রশ্ন কfরতে সাহস করত না । কি গু এবার দিদি শ্বশুরবাড়ি গিয়ে তাহার চাঞ্জখনি চিঠির একখানাও জবাব দিলে ন৷ কেন ? এপ্রশ্ন সে বসুমতীকে দনের মধ্যে অনেকবার জি জ্ঞাপ ক4ি8} বণিত, দিদি फि cपने श्८फ़ (' 'l५१ अभि[# ८१५ श्छ ভুলে গ্যাছে !” বণিয়৷ অভিমাণ করত ; আবির মধ্যে মধ্যে "ম। আমি দাদর কাছে ধাব, আমায় পাঠিয়ে দাওন৷” এই আবার ধারয় কদম্ব রাগিয়া মাকে অস্থর কারয়, তুণিত । সন্ধ্য। উত্তীর্ণ হইয় গেলেও রজনীনাথ অ{জ ঘর ইহঁতে বাহির ইন নাই । চাঞ্চর তাহাকে একখানা ডাকের চিঠি আনিয়া দণ । চিঠিখান লইয়৷ ডাকের ছাপ ও হাতের লেখার উপর দৃষ্টি নিক্ষেপ করিয়াই চকিত ভাবে রজনীনাথ বলিয়া উঠিলেন চৌধুরী মশায়ের চিঠি —’ ক্ষি প্রহস্তে থামখান ছিাড়য়া ফেললেন, মানসিক উদ্বেগে থর থর কঞ্চিয়৷ হাত কঁাপিতে ছিল। কোন সংবাদ আছে নাকি ? তারা কি তবে সেখানে ? পত্রপড়া শেষ হইলে অনেকক্ষণ চুপ করিয়া কাগজখানার উপরেই দৃষ্টি স্থির করিয়া নত মুখে রছিলেন । তবে তাহারা ফিরিয়া আছসে