পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৩৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, একাদশ সংখ্য । অনেক ক্লাব রহিয়াছে। এমন কি বাজারের জায়গায় জায়গায় বি লয়াড থেলি৭ার টেবিল রহিয়াছে । সামান্ত খরচেই ইচ্ছামত তথtয় ঘে কেহ খেলিয়া আসিতে পাবে । সভা সমিতিতে বক্তৃতার ছড়াছড়ির চেয়ে খেলার প্রচলনক্ট বেশ । জাপানে লুকোচুরি, ছুটোছুটি, কাণমাছির দ্যায় অনেক খেলা ও আছে । ছোট ছোট মেয়ের আমাদে ব দেশের মেয়েদের স্তায় বেী সাজিয়ী রান্ন, খাওয়াদাওয়ার খেলাও থেলিয়া থাকে । ছুটি পোন একসঙ্গে খেলা কৰিতেছে, এখন উহার বোন নহে, বন্ধু সাজিয়াছে । ছোট বোনটি আগে স্থক । জাপানে আগে স্থকেব পরিচর্য্য যে ভাবে করিয়া থাকে এ চিত্রে তাহাই দেখাইঠেছে । বন্ধুকে উপবেশন করিতে আসন দিয়া কিঞ্চিং গল্প প্রসঙ্গেব পর জাপানের খেলা ! సి తి సి চ, বিস্কিট, অল্প ব্যঞ্জন প্রভৃতি দ্বারা পরিতোষ সই কারে ভোজন করান হয় । তারপর কিঞ্চিৎ বিশ্রামের পর বন্ধুব পীরতোষের জন্ত গান বাজন। আরম্ভ হয় । বন্ধু গম্ভীর ভাবে একথান। রুমাল হাতে লইয়1 আগস্তুকের ইyায় বসিয়া আছে বড় বোন তিন তারের একটি বাদ্য যন্ত্র বাজাইতেছে । গীত বাদ্যের পর কড়ি, সতবঞ্চ, কি স্ব। গোলকধাঁধার দ্যায় কোন খেলা আবিস্ত হইবে । এইরূপ আমোদ উৎসবে যখন ক্লাস্ত হইয় পড়ে ত ন তাহাদের থেল বন্ধ হয় । আর একটা জাপানী থেলার কথা উল্লেখ করিতে ভুলিয়াছিলাম । উহা নববর্ষের “হানেংছুকুবা” অর্থাৎ একপ্রকার ব্যাটুলডোর শাটুলককূ । হাণে অর্থে পার্থীর পালক আর ২ছুকুবা প্রয়োগ করা ; এই অর্থেই থেলtiটর নামকরণ হইয়াছে । এ খেলা দুই বোলে খেলিতেছে !