পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৩৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯১ e দুই দুই জনে খেলিতে হয়, দুজনের হাতে দুইখানি ব্যাট, । ব্যাট গুলি চিত্রিত এবং উহার একধায়ে রঙ্গিন কাপড়ে এবং অলঙ্কারে সজ্জিত একটি মূৰ্ত্তি। যে ধারে মূৰ্ত্তি নাই সেই ধারের সাহায্যে পালকে লাগান ক্ষুদ্র সুপারীর স্তায় বল অর্থাৎ শাটলককু ফিরাইতে হয়। বল ফিরাইতে না পারিলেই পরাজয় । নববর্ষদিনে স্ত্রীপুরুষ, যুবকযুবতী, বৃদ্ধ বৃদ্ধ, ছেলে মেয়ে সকলেই এ খেলায় পাগল প্রায় হইয়া উঠে । জননী ক্ষুদ্র শিশুটিকে পৃষ্ঠদেশে বাধিয়া হয়ত নিজের ছেলে কিম্বা মেয়ের সহিতই খেলিতেছেন, পরাজিত ব্যক্তিকে মুখে গালে চুণকালীতে এক অদ্ভুত সজ্জায় ভূ যন্ত হইতে হইয়াছে। ভারতীয় ছাত্রদিগকে ৬৭ বছরের খোকাখুকীর সহিত খেলিতেও যাত্রাব দলের মহাদেব কিম্বা ভূতপ্রেত সাজিতে হয়। ভীমতী । ফাল্গুন, ১৩১৭ জাপানীরা খৰ্ব্বাকৃতি হইলেও পৃথিবীর মধ্যে হাইজাম্প রেকডে সৰ্ব্বপ্রথম। কিন্তু কুস্তি ডন প্রভৃতি শারীরিক প্রক্রিয়ায় জাপানীরা বিশেষ দক্ষ হইলেও এবং সেদেশে বহু সার্কাস পার্টি থাকিলেও আমাদের প্রফেশর ব্যানজ্জির কিম্ব বোম্বে গ্রেট সার্কাস পাটির দ্যায় কোন পাটি সেখানে নাই। অর্থাৎ বাঘের সহিত এবং ঘোড়ার উপর আমাদের দেশে যেমন খেল৷ হয় ওদের দেশে তেমন নাই । ওদের সাইকেলের খেলা বেশ । অনেক সার্কাস পার্টিতেই সেখানে মেয়ের খেলা করে । কোন কোন পাটিতে কেবল মেয়েরাই থেলে । আত্মীরাম সরকারের ভেল্কিবাজীতে পাচ মিনিটে আমের বীজ হইতে গাছ জন্মায়, ফল ফলে। এ বাজিতেও ভারত শ্রেষ্ঠ । জাপানীরা তেমন পারে না । শ্ৰীধত্বনাথ সরকার । হার-জিত । (>) নন্দলাল তার মা তুলের মুখের উপবেই বলিয়া বসিল—“তাই বেশ !— আমি কালই চলে যাচ্ছি !” এ পর্যন্ত পরাণবাবুব মুখের উপর এমন ভাবে কেহ কখনো জবাব দিতে সাহস করে নাই। তিনি রোষে ও বিস্ময়ে ক্ষণকাল নিৰ্ব্বাক হইয়া রহিলেন । মুহূৰ্ত্ত পরে জাগিয়া বলিলেন—“এখনি বেরোও ।” নন্দলাল স্থির ও পরিষ্কার কণ্ঠে উত্তর করিল—“বেশ —িটাকা কড়িগুলো ফেলে দিন -शांछिह !” পরাণবাবু যেন আকাশ ইষ্টতে পড়িলেন —ৰছিলেন—“টাকা কড়ি ।” নন্দ লাল কহিল –" আজ্ঞে – ই –মার তিন হাজাব টাকার গহনা আর বাবার বিষয় বিক্রীর টাকা ।” পরাণবাবু একটু বিদ্রুপের হাসি হাসিয়া বলিলেন—“ও –তোমার বাবার জমিদারী ছিল !—তাই বুঝি তুমি ছোট বেলা থেকে মামার অন্নে মানুষ হয়ে আসচে ?” নন্দলালের মুখ শুকাইয়া গেল – সে বিকৃত কণ্ঠে বলিল,—“অঁ্যা !—এত কুঅভিসন্ধি ।”