পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৫১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

a Ry আলোচনা করিয়াছেন । দুর্ভিক্ষ, মড়ক, যুদ্ধ প্রভৃতি লোকসংখ্যা হ্রাসের দৈব উপায়, এবং অল্প বয়সে এবং কাৰ্য্যক্ষম না হইলে বিবাহ ন৷ করা, লোকবৃদ্ধি নিবারণের স্বেচ্ছাধীন উপায় । আমাদের দেশে প্রথমোক্ত কারণ অর্থাৎ ব্যাধি ও দুর্ভিক্ষে অনেক লোক মারা যায় সত্য কিন্তু বাল্যবিবাহে আমাদের দেশে যথেষ্ট ক্ষতি হইতেছে। বাল্যবিবাহর ফল স্বরূপ রুগ্ন পীড়িত সন্তান সস্ততি দ্বারা সংসারের ও দেশের যে কোন কাৰ্য্যই হয় না, একথা আমাদের সকলেরই বিশেষরূপে প্রণিধান করা কর্তব্য। (১) ভিন্ন ভিন্ন দেশে কি কি কারণে বেতনের হারের তারতম্য হয় তাহার কারণ স্বরূপ আদম স্মিথ প চট হেতু প্রদর্শন করছেন। প্রথম, ভিন্ন ভিন্ন ব্যবসায়ের প্রকৃতি অনুসারে বেতনের তারতম্য দেখা যায় । কয়লার খনিতে যে সকল মজুর কার্য্য করে, তাহার অন্তান্ত মজুরাপেক্ষ অপেক্ষাকৃত অধিক বেতন পায় কিন্তু ঐ প্রকার স্থানে কাৰ্য্য করা কষ্টসাধ্য ও বিপজ্জনক । সেইজন্তই ঐ সব স্থানে মজুবগণ অধিক বেতন পায়। দ্বিতীয়তঃ, কোন কোন ব্যবসায়ে কৃতকাৰ্য্য হইবার জন্ত যে শিক্ষার আবগুক সেই শিক্ষার বায়ের উপর বেতনের হার নিদ্ধারিত হয় । বিলাতে বড় বড় ব্যবসা শিক্ষা করিতে হইলে প্রথমে কয়েক বৎসর ধরিয়t—২৩ এমন কি৪ ভারতী । ולסיי,t58 বৎসরও শিক্ষানবিশী করিতে হয় । শিক্ষা শেষ হইলে অধিক বেতন পাওয়া যায় । আমাদের দেশেও দেখা যায়, উকীলকে আইন পরীক্ষা পাশ করিতে যে অর্থব্যয় করিতে হয়, মোক্তারদেব সেরূপ অর্থব্যয় করিতে হয় না। সেইজন্ত উকীলগণ মোক্তার দের অপেক্ষ অধিকাংশ স্থলেই অধিক অর্থ উপাৰ্জ্জন করেন। তৃতীয়তঃ যে যে কার্য্যের স্থায়িত্ব অধিক দিন, সে সব কাৰ্য্যে বেতনের হার কিছু কম। বারমাসই রাজমিস্ত্রীরা বা ঘরামীরা কায পায় না ; অনেক সময় তাহাদের বসিয়া থাকিতে হয় । কিন্তু রাখাল বা অন্তান্ত যাহারা ভূত্যের কার্য্যে নিযুক্ত থাকে, তাহারা বার মাসই কাজ পায় ; এইজষ্ঠ রাজমিস্ত্রীদের বেতনের হার সাধারণ চাকর অপেক্ষা বেশী। চতুর্থত:, কাৰ্য্যে নিযুক্ত ব্যক্তির দায়িত্বের উপর বেতন হ্রাস বুদ্ধি হয়। যে সকল কাৰ্য অধিক দায়িত্ববিশিষ্ট, সে সকল কাৰ্য্যের বেতন বেশী । ক্যাসিয়ার, খাজাঞ্চী প্রভৃতি শ্রেণীর কৰ্ম্মচারীগণের বেতন অন্ত কৰ্ম্মচারী অপেক্ষা, তুলনায় অধিক । পঞ্চম কারণ স্বরূপ আদম স্মিথ লিথিয়াছেন যে, কায্যে সিদ্ধিলাভের নিশ্চয়তা . বা অনিশ্চয়তার উপর বেতনের নুনাধিক্য যথেষ্ট নির্ভর করে । আদম স্মিথ এই ' প্রসঙ্গে বলিয়াছেন যে, কেহ যদি জুতা (3) stoo old sigosa fifolitz+ Co., of the children belonging to the upper and middle classes, only 20 p.c., die before the age of five. This proportion is more than doubled in the case of children belonging to the labouring classes.” stattox CBB BBBBB BB BB BBB BBB BBB BBBB BBBBBS BBBB BBB BBBBB BBBB ও রার স্বরেন্দ্রনাথ বাহাদুর প্রমুখ যে “হিন্দু বিবাহুসংস্কার সমিতি” সংস্থাপিত হইয়াছে, এরূপ সমিতি দেশে দেশে, মগরে লগরে, গ্রামে গ্রামে হওয়া ৰাঞ্ছনীয় ও আৰগুক হুইয়া পড়িয়াছে।