পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, সপ্তম সংখ্যা । আবার আমি কিনে রেখেছি, ওয়েন আজ তোমাকে পেয়ে আমার বড় আহলাদ হচ্ছে ! তোমার জন্ত বাড়ীতে তোমার স্ত্রী-পুত্র-বন্ধু সকলে অধীর, তোমারই সন্ধান করছে । তোমার বন্ধু—” ওয়েনের মুখ বিবর্ণ হইয়া গেল। সে কহিল—“জানেন ত—খুনের দায়ে আমি,--” “ওছে, সে তোমার ভুল, ওয়েন, রিজ মরেনি—বেঁচে আছে! তোমার দুঃখিনী স্ত্রী, চুন-বিজ্ঞানের নূতন বাণী । (tS) আদরের জিম্, প্রাণের বন্ধু রিজ সকলে তোমারই জন্ত আজ অধীর।” ওয়েনের চোখ এলিয়া উঠিল, এ কি স্বপ্ন! উন্মাদের মত সে জড়িতস্বরে কহিল “রিজ, —রিজ বেঁচে আছে !—কি আশ্চৰ্য্য, আর আমি—” সেমুর কহিল “তুমি চারটি খয়ে নিয়ে আজই বাড়ী যা ও —আমি টেলিগ্রাম করে দিচ্ছি।” শ্ৰীনরেন্দ্রমোহন চৌধুরী। বিজ্ঞানের নুতন বাণী। এতদিন পর্য্যস্ত লোকে কবি ও বৈজ্ঞানিকের মধ্যে এই পার্থক্যটাই লক্ষ্য করিয়াছে যে বৈজ্ঞানিক প্রকৃতির দুয়ার পৰ্য্যস্ত মাত্র অগ্রসর হইয়াই ক্ষাস্ত হন, কিন্তু কবি সে গণ্ডীর মধ্যে আপনাকে ধর দেন না ; তিনি প্রকৃতির গৃহাভ্যস্তরে গমন করিয়া প্রকৃতি অহরহ যে পাদপদ্মের দিকে তাহার অঘ্যাঞ্জলি প্রেরণ করিতেছেন ভাহারই সন্ধান গ্রহণ করেন । বৈজ্ঞানিক নাকি কবির এই কাজটিকে হাসিয়া উড়াই য়া দেন—অন্ততঃ অনেকেই তাঙ্গা মনে করে । এই জন্তই কবির বিরোধ অনেকটা গিয়াছে। কিন্তু সেদিন আর থাকিবার নহে। যাহারা বিজ্ঞানেব কেবল কাঠামোটুকু লইয়া আলোচনা করেন তাহার। সেই পুরাতনটা লইয়াই আছেন। বিজ্ঞানের প্রাথমিক শিক্ষার্থীরা এই দলের। কিন্তু আজকাল সহিত বৈজ্ঞানিকের প্রবাদে দাড়াইয়া র্যাহারা বিজ্ঞানের অন্তরদেশে প্রবেশ করিয়া তাহাকে তলাইয়া দেখিবার চেষ্টা করিয়াছেন র্তাহারা বিজ্ঞানের ভিতব হইতেই একটা বড় কথার সন্ধান পাইয়:ছেন। তাহাতে কবির সহিত বৈজ্ঞানিকের সমস্ত বিরোধ দূর হইয়াছে, এবং দুইদিক হইতে দুইজনের লক্ষ্য যে একই দিকে ফিরিয়া আছে তাহ স্পষ্টভাবে বুঝিতে পারা গিয়াছে। বৈজ্ঞানিক বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে দেখিবাব সাধক । তিনি নানা প্রাকৃতিক ঘটনা লইয়া আলোচনা করিয়া তাহাদের সকলগুলির ভিতরে সাধারণ চক্ষুর অন্তরালে যে সত্যটি কাজ করিতেছে তাহাই আবিষ্কার করিয়া থাকেন । এই গুলিই তাহার বিজ্ঞান-সৌধ নিৰ্ম্মাণের ইষ্টক । বৈচিত্র্য তাহাকে বিচলিত করিতে পারে না। গরমিল দেখিয়া তিনি নিরাশ হন না, বরঞ্চ সেই গরমিলের মধ্যে মিল খুজিবার জন্ত র্তাহার উৎসাহ ও উদ্যম জাগ্রত হইয় উঠে। লোকে