পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, অষ্টম সংখ্যা । জাপানের সহর । やえ? জাপানের সহর । জাপানের দৃপ্ত অতি মনোরম। সমগ্র জাপানই যেন শিলং, দাৰ্জিলিং, শিমলা, মুমুরী, নাইনিতাল প্রভৃতি স্থানে পূর্ণ। জাপানের শতকরা ৮৪.৩ ভাগ পাহাড়ে আবৃত । শত শত ঝরণা, প্রস্রবণ প্রভৃতির ঝরঝর শব্দ বড়ই আনন্দদায়ক । অtবার কোন কোন জায়গার প্রকাও প্রকাগু waterfallগুলি ভীতিসঞ্চার করিয়া থাকে । আর সে শীতপ্রধান দেশে বরফের কোন নূতনত্ব নাই। পাৰ্ব্বত্য জাপান ছোট বড় ৬• e দ্বীপ সমষ্টি । ছোট ছোট নদীর সংখ্যা অল্প নয়। পৰ্ব্বতের ভিতর দিয়া ঘুরিয়া ফিরিয়া সমুদ্রে গিয়া পড়িয়াছে। সমুদ্রের অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দেশের নানাস্থানের অভ্যস্তর প্রদেশে প্রবেশ করিয়া এক অনিৰ্ব্বচনীয় দৃশ্বের স্বষ্টি করিয়াছে । সমুদ্র এবং পৰ্ব্বতের সম্মিলনেই প্রাকৃতিক দৃশ্বের চুড়ান্ত দেখিতে পাওয়া যায়। গতমাসে তোকিও সহরের ভিন্ন ভিন্ন পার্কের বিবরণ ভারভীর পাঠকবর্গের নিকট বিবৃত করিয়াছি। অদ্য সহরের অন্তান্ত বিষয় উল্লেখ করিবার পূৰ্ব্বে জাপান সম্রাট মিকাদোর প্রাসাদ সম্বন্ধে কিঞ্চিং বলিব। ১৮৬৭ খৃঃ পৰ্য্যস্ত সোগুণ উপাধিধারী সম্রাটের প্রধান সেনাপতি তোকিও সহরে বাস করিতেন । সে সময়ে তোকিও ইয়েদে নামে অভিহিত হইত। নামে সেনাপতি হইলেও সোগুণের প্রতিপত্তি এত বেশী ছিল যে কাৰ্য্যতঃ তিনিই সৰ্ব্বেসৰ্ব্ব । (R) ছিলেন ; সম্রাট মেঘাচ্ছন্ন স্থৰ্য্যের দ্যtয় সহর হইতেই তিন শতাধিক মাইল দূব বস্ত্রী কি ওতো রাজধানীতে অবস্থান করিতেছিলেন । যে রাষ্ট্রবিপ্লবের সঙ্গে সঙ্গে জাপানের মধ্যযুগের অবসান হইয়া বৰ্ত্তমান যুগের প্রবর্তন হয় সেই রাষ্ট্রবিপ্ল ই প্রকৃত প্রস্তাবে তোকি ও সহরকে রাজধানী পদে উন্নীত করে । তোকি ও তখন অতি ক্ষুদ্র সহর ছিল । সেনাপতি স্বেচ্ছায় এবং সানন্দে আপন বাসভবন সম্রাটকে অর্পণ করিয়া কৃতার্থ মনে করেন । সে আজ প্রায় ৩৩ বৎসরের কথা। তদবধি তোকি ও জাপানের রাজধানী । তথন জাপানে রেল ছিল না। সম্রাট শিবিকারোহণে দূরবত্তী কিওতে হইতে নুতন রাজধানী তোকি ও সহরে আগমন করেন। পাঠক মনে করিবেন না যে সেনাপতির বাড়ী বলিয়া সম্রাটের বর্তমান প্রাসাদ ছোট বা সামান্ত ধরণের । উহা বিশাল এবং বিস্তৃত । আমার যে সকল বন্ধু ইউরোপের প্রধান প্রধান দেশ এবং আমেরিকার যুক্তরাজ্য দেখিয়া জাপানে আসিয়াছেন সকলেই মিকাদোর বাড়ীকেই সৰ্ব্বোচ্চ স্থান প্রদান করেন। কোন কোন সম্রাট কিম্ব প্রেসিডেণ্টের প্রাসাদ অপেক্ষাকৃত বড় হইলেও মোটের উপর জাপান রাজভবন অনেক বিষয়ে অধিকতর সুন্দর। বাড়ী খান একটা দুর্গের মত ; তোকিও সহরের মধ্যস্থলে দীৰ্ঘে প্রস্থে আনুমানিক এক মাইল ব্যাপিয়া অবস্থিত