পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, অষ্টম সংখ্যা । পার্লিয়ামেণ্ট এবং বড় বড় আফিষের অধিকাংশ বাড়ীই কাষ্ঠ নিৰ্ম্মিত । জাপানীর বাহিক আড়ম্বরের বশবৰ্ত্তী হইয়া কোন বিষয়ে প্রচুর অর্থ আটক রাখিতে এবং তন্নিবন্ধন দেশের জাপানের সহর ।

  • R ఫి

কারবারের প্রতিবন্ধক জন্মাইতে প্রস্তুত নহে। থৰ্ব্বাকৃতি, ক্ষুদ্র দেহধারী জাপানী সাধারণ ভাবে থাকিয়া বড় বড় কায করিতেই অভ্যস্ত । {5 কি ওতোর প্রাসাদ সযত্নে রক্ষিত হইয়া প্রাচীন রাজধানী অাজ ও পর্য্যস্ত অতি অসিতেছে । ইংরাজ রাজ প্রতিনিধির পরিচয় পত্র লইয়। উক্ত প্রাসাদ দেখিয়া অtসিয়াছি । অম্বর এবং বাহিবাটা সমস্তই প্রাচীন ধরণের, অনেকটা হিন্দুস্থানী ধরণের। টেবিল চেয়ারের পরিবর্তে সৰ্ব্বত্রই তাতামি অর্থাৎ সুন্দর সুন্দর মাকুরে আচ্ছাদিত মেজে বা ভূমিতল । নানারূপ চিত্রিত পটে দেওয়াল সুসজ্জিত । প্রাচীনকালের চিত্রিত পট বলিতেই বুঝিতে হইবে যে সামুরাই জাতির যুদ্ধবিগ্রহের চিত্র । যুদ্ধবিগ্রহের চিত্র ছাড়া কোন কোন স্থানে জীবজন্তুর গাছপালার চিত্রও দেখিতে পাওয়া R এবং शiप्र ! প্রসাদ প্রাচীন রাজপ্রাসাদ দেখিলে বেশ প্রতীতি জন্মে যে প্রাচ্যের সভ্যতা জাপানে অনেক দিন পূৰ্ব্ব হইতেই বিস্তারিত হইয়াছিল । পূৰ্ব্বেই উল্লেখ করিয়াছি যে ছুমিদা নদীর দুই ধারে তোকিও সহর অবস্থিত। ইতিপূৰ্ব্বে যতকিছু উল্লেখ করিয়াছি সমস্তই ছুমিদা নদীর পশ্চিম তীরে । অপর তীরে রাশি রাশি কল কারখান। ব্যতীত উল্লেখযোগ্য তেমন কিছু নাই । মারিন স্কুল, কিশারি স্কুল প্রভৃতি কয়েকটী নূতন ধরণের ইন্‌ষ্টিটিউশন সহরের এই অঞ্চলেই । এ অঞ্চলে প্রত্যেক বাড়ীতেই ছোট খাট কোন না কোন কারখানা আছেই। আমাদের ভারতীয় ছাত্রদের