পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, সপ্তম সংখ্যা উপস্থিত হইয়াছিল। ইহার ক্ষিপ্রগতি যথার্থই বিস্ময়জনক । পরীক্ষা করিয়া দেখা গিয়াছে যে, ইহাব অনুকূল বাতাস পাইলে এক মিনিটে হাজাব গজ পথ উড়িয়া যাইতে পাবে এবং প্রবল বায়ুভরে ইহাব মিনিটেব ৬০০ ৭০০ গজ বেশ উড়িতে সমর্থ ; কিন্তু বাতাসেব বিপবীত মুখে ইকার মিনিটে ৮০ - ৯০০ গজের বেশি যাইতে পাবে না । মিঃ লজের দুইটি ক্ষি প্রগতিবিশিষ্ট বিখ্যাত পাবাবত আছে। তন্মধ্যে একটিব নাম “ম্যাডিসন”, অপরটি “উইলকিন্স”। প্রথম পায়রাটি ৬৯ মিনিটে ১০০ মাইল পথ ভ্রমণ কবিয়াছিল । বেগেব ক্ষি প্রতায় ইহা পৃথিবীর সকল প্রাণীকেই পবাভূত করিয়াছে। “উইলকিন্স” যে পায়রাটির নাম সে ১৩ ঘণ্টা ১২ মিনিটে ৭০ মাইল রাস্ত দৌড়িয়াছিল । অপর কোনো পক্ষাকে স্বর্য্যোদয় ও স্বৰ্য্যাস্তের মধ্যে এতদূব পথ কখনও ভ্রমণ করিতে শুনা যায় নাই । মে মাস হইতে সেপ্টম্বর মাস ইংলণ্ডে সে সময় প্রতি ট্রেন মধ্যে আবি ও পায়রা দৌড়ের সময়। শুক্রবার রাত্রে একখানি স্বতন্ত্র কেবলমাত্র পায়রার বাক লক্ট্রয় King's Cross হইতে ইংলণ্ডেব উত্তব ও মধ্যবৰ্ত্তা প্রদেশ সমূহে উপস্থিত হয়। সেখানে লই৷ গিয়া পায়রাদের ছাড়িয়া দেওয়া হয় ; তাহার ঠিক স্ব'স্ব নিদিষ্ট বাসায় আবাব উড়িয়া আসে । এই পত্রবাহক পারাবতগুলি যুদ্ধক্ষেত্রে বিশেষ উপকার সাধন করে। অরতির দ্বারা অবরুদ্ধ সৈন্যদল এই কপোতের দ্বারাই সন্দেশবাহক পারাবত স্বপক্ষীয় বন্ধুবর্গেব নিকট সংবাদ প্রেরণ করে ; সাহায্য প্রার্থনা কবিয়া থাকে। অনেকস্থলে ইহাব শক্রপক্ষের গোপনীয় সংবাদ বহন করিয়া যুদ্ধ-জয়েব পথ সুগম করিয়া দেয়। অনেকগুলি পায়র এতদূৰ শিক্ষত যে, শক্রহস্তে ধৃত হইবার পূৰ্ব্বমুহূৰ্ত্তেই সংবাদ পত্রাদি যেমন কবিয়া পারে - ঈ কবিয়া CーびF I সাধারণ ক জে ও ইহাদের প্রয়োজনীয়তা বিশেষ ফলপ্রদ। কয়েক বৎসব পূৰ্ব্বে আমেবিকাব যুক্ত রাজ্যেৰ নিব্রেস্কা দেশেব ফ্রাঙ্ক মাধিস নামক একজন চিকিৎসক ৰোগী পরিদর্শনের সময় তাচার সহিত কতকগুলি পায়ব। লইয়া যাইতেন সেগুলিকে তাহার চিকিৎসাধীন বোগদিগের বিভিন্ন আবাসে বধিয়া আসিতেন। তষ্ঠাধ কতকগুলি ছাপান কাগজে বোগর অবস্থাব বিষয় লেখা থাকিত ; কেবল নাড়াব অবস্থা এবং দেহের শীতলতা ও উষ্ণতার পবিমণিজ্ঞাপক স্থানগুলি শূন্ত থাকিত। সেই স্থানগুলি যথাকলে পরিপূর্ণ কবিয়া কাগজখনি পায়রাব গলদেশে বাধিয় তাহাকে ছাড়িয়া দিলেই সে ঠিক ডাক্তারের পাট ফিবিয়া ইহাতে রোগী ও ডাক্তাব উভয়েরই বিশেষ সুবিধা ছিল । পায়রার নিকট হইতে বোগীর সংবাদ পাইয়৷ ডাক্তার তাহাব কর্তব্য স্থির করিতেন – কাজ বেশ সহজে, স্বল্প সময়ে ও মৃগৃঙ্খলায় চলিত । পায়রা দৌত্যকর্য্যে কিরূপ পটু তাহ দেখাইলার জন্ত একটি ঘটনাব উল্লেখ করিতেছি। একজন যুবতী স্ত্রীলোক এক দরিদ্র যুবকের প্রেমে অনুরক্ত হইয়াছিলেন। কিন্তু যুবতীর পিত কন্যার এইরূপ দীন অযোগ্যপাত্রে প্রাণ AR کی আসিত । ५७१ :