পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bペ* সমর্পণের বিষয় অবগত হইয়া ক্রোধে অধীব হইলেন, এবং তাহার প্রণয়াকাজীকে ভবিষ্যতে র্তাহার বাসভবনে প্রবেশ কবিতে নিষেধ করিয়া দিলেন। তখন গভীব প্রণয়াসক্ত যুবকসুর তী, পরম্পবের মধ্যে প্রেমপত্র আদিন প্রদানের জন্য শীঘ্রই এক আশ্চর্য কৌশল উদ্ভাবন করিল। প্রত্যহ প্রাতঃকালে একটি পায়রা যুবতীর গৃহের এক উচ্চ মঞ্চে আসিয়া বসিত ; এবং অপর একটি পায় বা সন্ধ্যাব অন্ধকাববাশি ভেদ করিয়া পত্রের উত্তর লষ্টয়া ঠিক নিয়মিত ভাবে ভারতী কাৰ্ত্তিক, ১৩২০ যুবকের আলয়ে উপস্থিত হইত। এইপ্রকারে নিৰ্ব্বিঘ্নে বহুদিন ধরিয়া তাহীদের পত্রাদি প্রেরণ চলিয়াছিল। কেহই কোনো প্রকার সন্দেহ করিতে পারে নাই। শেষে দৈবক্রমে একদিন যুবতীর পিতা সমস্ত ঘটনা অবগত হইলেন। তখন আব র্তাহাব ক্রোধ রহিল না—পরম্পবের প্রণয়েব প্রগাঢ়তা দেখিয়া তাহাব পাষাণ হৃদয় দ্রবীভূত হইল । তিনি তৎক্ষণাৎ তাহদের বিবাহে সম্মতি প্রদান করিলেন। শ্ৰীঅনিলচন্দ্র মুখোপাধ্যায়। সূর্য্যোদয় সুর্য্য যখন উদয় হেল তালা বনের অন্তরালে, সবুজ গাছের পাতার ভিতর নূতন মজা সোনার থলে, উদয় মেরর শিখর হতে রক্তধারা পড়ল টুটি, • কমল বনে উঠল ফুটে উষ রাণীর চরণ দুটি, মহুয়া ফুলের রঙিন কাপড় বিছিয়ে দিলে গাছের তলে, মৌমাছিদের গুণগুণনি আবির মাখ৷ ডুমুর ফলে। পারের ঘাটে ভীড় লেগেছে যাত্রীর সব যাবে নায়ে, কলমী ডাটায় বজায় বাণী রাখল-ছেলে গাছের ছয়ে, নিভিয়ে দিয়ে নিশার প্রদীপ গন্ধ ধূপে সাজিয়ে ডল প্রভাত করে স্বয্য পূজা বিনি সুতোয় গেথে মালা । পড়ল রবির অরণ কিরণ মুক্ত -ঝরা দূৰ্ব্বাদলে, লক্ষ্মী দেবীর স্বর্ণ আঁচল ঝকিয়ে দিলে খেলার ছলে । ছড়িয়ে দিয়ে সোনার আলো শিশির-ঝরা পল্লী পথে, উীল গিয়ে তরুণ রবি অষ্ট ঘোড়ার পুষ্প রথে। বংশ রন্ধে বঙিয়ে বাণী অশথ ডালে দিয়ে নাড়া। দক্ষিণ বায় গেল বয়ে নদীর বুকে জাগিয়ে সাড়া পুণ্য লেভ ফিরছে ঘরে সিক্তবাসে সমাপি স্নান পার্থীরা গায় সবুজ শাখে প্রভাত রবির বন্দন গান। ঐইন্দির। দেবী । ঘলিকতা, ২. ধর্ণওয়ালিস &ট, কুস্তিক প্রেসে, শ্ৰীহরিচরণ মান্না দ্বারা মুদ্রিত ও ১, সনি পার্ক, বালিগঞ্জ হইতে ঐসতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বার প্রকাশিত। -