পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ισίνα যাইতে তিনি বৈধব্য যন্ত্রণা এড়াইয়া আমাকে পরিত্যাগ করিয়া স্বৰ্গারোহণ করিলেন । আমার জীবনের কাহিনী শুনিলে তো ? এখন যাও—আমার পূজার ব্যাঘাত হইতেছে। যে কখনও পুরুষের প্রণয় কি তাহ জানে নাই, তাহাকে হৃদয়ের পূজা প্রাণের প্রেম সমর্পণ কর গিয়া, আমার তাহতে প্রয়োজন নাই। আমি অর্থের কাঙ্গালিনীও নহি ! ঐ যে দাসদাসীপরিপূর্ণ বৃহৎ অট্টালিকা, ফলফুলে শোভিত সুন্দর উষ্ঠান, পুষ্প বৃক্ষ ভারতী অগ্রহায়ণ, ১৩২০ আমার ও আমার পুত্রের। দেবী তাহার বিষয় সম্পত্তি আমাদের দান করিয়া গিয়াছেন । কিন্তু ঐশ্বর্য্য আমাকে সুখদানে অক্ষম। এই যে স্বর্ণমূৰ্ত্তি দেখিতে ছ,—ইহ তাহারই স্বর্ণমূৰ্ত্তি, তাহার চিতাপাশ্বে স্থাপন করিয়াছি। নিত্য দুই সন্ধ্য এই সুবর্ণ মুক্তি পুজা করিয়া, এই চিতা পুষ্পমাল্যে বিভূষিত করিয়া পরম শান্তি লাভ করি । আর এই যে ক্ষুদ্র কুটির দেখিতেছ, ইহাতেই আমি বাস করি । এই স্থানই আমার শান্তি বেষ্টিত, মৰ্ম্মরবেদীশোভিত দীর্ঘিকা দেখি- নিকেতন। তেছ,— ঐ সকল কাহার জান ? ঐ সকল ঐউৰ্ম্মিল! দেবী । দান সুযশ তব ভুবন হতে গগন নে’ছে হরি, কীৰ্ত্তি তোমার বসুমতীর অঙ্গ নিল ভরি, সুদূর হতে শ্রবণ-পথে পশিল তব নাম, অনেক আশে তোমার পাশে এসেছি যশধাম । ত্রিপদ ভূমি আমারে তুমি দিবে কি মহারাজ ? আশীষ করে ফিরিবে ঘরে দ্বিজের সুত আজ। ইহার সাথে চাহিছ দিতে রত্ন শত দান, তুষ্ট হ’ল্প ধন্ত তুমি মহৎ তব প্রাণ । আসন করে পূজার তরে বসিতে চাহি ঠাই, —ব্রাহ্মণের প্রয়োজনের অধিক নিতে নাই । চরণ মম ক্ষুদ্রতম তাহাতে কিবা ফল, বৃহৎ হবে ইহাই যদি দানের থাকে বল ! হে রাজা ! যদি সময় চাহ--ক্ষণস্ত রহ আজি, দুঃখ নাহি প্রদানে পরে, ভাবিয়া-করা-কাজ ; দ্বিপদে মম পূর্ণ হোল স্বর্গ বসুমতি তৃতীয় পদ কোথায় রাথি দেখাও মহীপতি ! তৃতীয় পদ হেরিতে চাহ ? নাভিতে হে’র আই! কোথায় তুমি রহিবে যদি পাতালও আমি লই! ধন্ত তুমি, মহৎ প্রাণ ধন্ত দানবীর । ধন্ত হোল চরণ মম পরশি পুত শির, ভক্তি ডোরে বন্দী করে রাখিলে মোরে রাজা দণ্ড তব লক্ট টু মানি—আসিয়া দিতে সাজ । ঐইন্দিরা দেবী । রাগ ও অনুরাগ ডাগর ডাগর আঁখি, গাল ঘন লাল, ক্রোধভরে বধু বলে, বাড়ী যাব কাল । মুচুকি হাসিয়া ধীরে কুহিলেন স্বামী বিষাদে শ্বশুরালয়ে চলে যাব আমি | . শ্রসিদ্ধেশ্বর মুখোপাধ্যায়।