পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԵՆԶ বা পানীয়ের সহিত মিশ্রিত হইয়া উদরন্থ . হইলে ঐ রোগের আবির্ভাব হয় । সুতরাং এই রোগে মল ও বমির সহিত তৎক্ষণাৎ কোনরূপ বিশোধক ঔষধ মিশ্রিত করিয়া উহাকে শুষ্ক খড় বা করাতের গুড়ার উপর ঢালিয় আগুন ধরাইয়া দেওয়া কৰ্ত্তব্য । অন্ত বিশোধক ঔষধের অভাবে উহার সহিত চূণ মিশ্ৰিত করিয়৷ কলিকাতা সহরের দ্যায় সে সকল স্থানে বদ্ধ ড়েন আছে, তন্মধ্যে উহা ফেলিয়া দিলে কোন অনিষ্টের আশঙ্কা থাকে না । তবে খোলা ড়েন, কাচা নর্দাম বা জমির উপর ফেলিয়া দেওয়া কোন ক্রমে উচিত নহে । রোগীর মলম্পূষ্ট বস্ত্রাদি একদিন বিশোধক ঔষধে ভিজাইয়া রাখিয়া একঘণ্টা কাল জলে উত্তমরূপে ফুটাইয়া লইলে উহারা নির্দোষ হইয়া যায় । বিশোধক ঔষধে ভিজাইবান্ন পর সাবান জলে কাচিয়া লইলেও উহার ংক্রামকতা-দোষ নষ্ট হইয়া যায়, তবে জলে ফুটাইয়া লইলেই এ বিষয়ে একেবারে নিশ্চিন্ত হইতে পারা যায়। এই সকল বস্ত্রাদি কোন পুষ্করিণীর জলে কাচা উচিত নহে। পল্লীগ্রামে বাট হইতে বহুদূরে মাঠের মধ্যে গভীর গৰ্ত্ত করিয়া তন্মধ্যে সংক্রামক রোগের মলমূত্রাদি প্রোথিত করা যাইতে পারে। তবে নিকটে কোন জলাশয় থাকিলে এরূপ ব্যবস্থায় অনিষ্ট ঘটবার সম্ভাবনা। পূৰ্ব্বে খড়ের উপর মলমুত্রাদি ঢালিয়া পুড়াইবার দিবার যে ব্যবস্থার উল্লেখ করা গিয়াছে, তাহা সহজ-সাধ্য ও সৰ্ব্বাপেক্ষ নিরাপদ । ৫ । যাহার রোগীর পরিচর্য্যা করিবেন অথবা সেই গৃহে প্রবেশ করিবেন, তাহার। ভারতী অগ্রহায়ণ, ১৩২০ যেন বিশোধক ঔষধ ও সাবান জলে হাত উত্তমরূপে ধৌত করিয়া কোন খাদ্য বা পানীয় গ্রহণ বা স্পর্শ করেন। রোগীর গৃহের মধ্যে কোনরূপ ভক্ষ্যদ্রব্য বা পানীয় গ্রহণ করা সম্পূর্ণ অনুচিত । আমি জানি যে একজন ডাক্তার কলেরা রোগী দেখিয়া হাত না ধুইয়া সেই হাতে পান খাইয়া ছিলেন। ২৪ ঘণ্টার মধ্যে তিনি ঐ রোগে আক্রান্ত হন এবং অনেক কষ্টে তাহার প্রাণ-রক্ষা হইয়াছিল । যাহার রোগীর পরিবার-ভুক্ত নহেন, তাহাদিগের, রোগীর বাটীতে কোনমতেই জল পান বা কোন খাদ্য গ্রহণ করা উচিত নহে। র্যাহারা পরিবারভুক্ত, র্তাহারা রোগীর গৃহ হইতে দুরে, হাত মুখ ভাল করিয়া ধুইয়া, পরিষ্কৃত স্থানে অত্যুষ্ণ জলে ধৌত বাসনে পকখাস্থাদি গ্রহণ করিবেন। ৬। কলেরার প্রাদুর্ভাবের সময় “খালি পেটে” থাকা উচিত নহে । আমাদের পাকস্থলীতে (Stcmach) যে গ্যাষ্টিক যুদ (Gastric Juice ) witHot Wägol-Moâ পাচক রস নির্গত হয়, কলেরার বীজ উহাব সংস্পর্শে আসিলে শীঘ্র মরিয়া যায়। “খালি পেটে” থাকিলে এই রস নিঃস্থত হয় না, কিছু খাদ্য ভক্ষণ করিলেই ঐ রস নিঃসারিত হইতে থাকে। সুতরাং তখন ঘটনাক্রমে দুই দশটা কলেরার বীজ উদরের মধ্যে প্রবেশ করিলেও আমরস-সংযোগে উহারা ধ্বংস প্রাপ্ত হয় । পেট খালি থাকিলে ঐ সকল বীজ ধ্বংস প্রাপ্ত না *Hi o Ao (Small Intestine) was গমন করে. এবং তথা অমুকুল কারণ