পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, অষ্টম সংখ্যা সংস্কার ছিল যে প্লেগ, রোগীর গৃহের মধ্যে প্রবেশ করিলে অথবা উহাকে স্পর্শ করিলেই, প্লেগ হইবার সম্ভাবনা। সেই জন্ত বাটিতে কাহারে প্লেগ হইলে নিতান্ত আপনার লোক ব্যতীত অপর সকলেই তাহাকে ফেলিয়া পলায়ন করিত । এমন কি, মহামারীর প্রথমবস্থায় অনেক স্থলে কোন কোন চিকিৎসককেও বোগীর চিকিৎসা করিতে পশ্চাদপদ হইতে দেখা গিয়াছে। সুখেব বিষয় এই যে, এই ভ্রান্ত ধারণা অভিজ্ঞতার বৃদ্ধির সহিত ক্রমশঃ লোপ প্রাপ্ত হইতেছে। অধিকাংশ স্থলেই ইকুরের দেহে অবস্থিত এক প্রকার পোকার (Rat-flea) দংশন দ্বারা মনুষ্য শরীবে প্লেগ সংক্রমিত হইয়া থাকে ; গ্লেগ বোগীকে স্পর্শ করিলে উক্ত রোগ উৎপন্ন হয় না। তবে শৰীবের মধ্যে ক্ষতাদি থাকিলে প্লেগ রোগীকে স্পর্শ না করাই উচিত এবং প্লেগ রোগীর চিকিৎসা বা শুশ্ৰুষার সময়ে সুস্থ ব্যক্তির দেহে যাচাতে কোনরূপ ক্ষত না হয় বা আঁচড় না লাগে, তদ্বিষয়ে সবিশেষ সাবধান হওয়া অবগু কৰ্ত্তব্য। প্লেগ রোগীব নিউমোনিয়া (Pneumonia) হটলে উহার থুথু বা কফ যাহাতে মুস্থ ব্যক্তির চোখে মুখে ন লাগে, তদ্বিষয়ে সবিশেষ সতর্ক হওয়া উচিত। এই উপায়ে রোগী হইতে চিকিৎসকের শরীরে প্লেগ সংক্রমিত হইবার ঘটনা নিতান্ত বিৰল নহে। নিউমোনিয়াগ্রস্থ প্লেগ, রোগীর নিশ্বাস ও কফ দ্বারা এই রোগের বীজ বায়ুমধ্যে নিক্ষিপ্ত হয়, সুতরাং এরূপ অবস্থায় যাহার রোগীর শুশ্রুষা করিবেন, তাহাদিগের এ বিষয়ে সবিশেষ সাবধান হওয়া উচিত। শারীর স্বাস্থ্য-বিধান ԵՆ Գ ৫ । রোগী আবেগ লাভ করিলে পত্ৰ অন্ততঃ ১ মাস কাল তাহার পৃথক গৃহে বাস করা এবং সুস্থ ব্যক্তির সংস্রবে না আসাই কৰ্ত্তব্য । যাহার রোগীর শুশ্ৰষ কধিবেন, রোগারাগ্যের পর ১০ দিন তাহাদেব পৃথকৃ হইয়া থাকিলে ভাল হয় । ৬ । যে সকল স্থানে প্লেগ হইতেছে, তথা হইতে আনীত বস্ত্র, শয্যা, পুস্তক বা শস্ত রাখিবার থলিয়া ব্যবহার করা উচিত নহে। যে পোকার (Rat fea) দংশন দ্বারা প্লেগ বোগ উৎপন্ন হয়, তাহার এই সকল সামগ্রী দ্বাবা এক স্থান হইতে অন্ত স্থানে নীত হইয়া থাকে। ৭ । প্লেগেব সময়ে পায়ে মোজা ও জুতা দেওয়া থাকিলে অনেক সময়ে উক্ত রোগের আক্রমণ হইতে অব্যাহতি লাভ করিতে পারা যায়। এজন্ত প্লেগের সময়ে কাহারও খালি পায়ে থাকা উচিত নহে। ৮। র্যাহার প্লেগাক্রান্ত স্থানে থাকিবেন অথবা প্লেগ-রোগীর চিকিৎসা বা শুশ্ৰুষ করিবেন, তাহার প্লেগের “টিকা” লইলে মহামারীর প্রাদুর্ভাবের সময়ে এক প্রকার নিরাপদ থাকিতে পারিবেন। যদিও প্লেগেব টিকার বেগিনিবারিণীশক্তি অধিক দিন স্থায়ী নহে, তথাপি উহা দ্বারা সেই সময়ের মত আত্মবক্ষা করিতে এবং রোগের পরিব্যাপ্তি নিবারণ করিতে পারা যায় । সুব্যবস্থা পূৰ্ব্বক এই টকা লইলে কোনরূপ অনিষ্ট সাধিত হয় না, অথচ র্যাহারা টিকা লইয়াছেন, তাহার প্রায়ই ঐ রোগে আক্রান্ত হন না অথবা আক্রান্ত হইলেও সহজে আরোগ্য লাভ করিয়া থাকেন।