পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/১৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* おめ● এইরূপ কথা প্রসঙ্গে মাঝে মাঝে উপন্যাস ও গান থাকে, ধুয়ায় শ্রোতৃবর্গ কথকের সঙ্গে সমস্বরে যোগ দেয় । অতঃপর কথকঠাকুরের বন্ধনাদির পর সভাভঙ্গ হয়। মারাঠী দেশে কথা ও কীৰ্ত্তন ধৰ্ম্ম প্রচারের সঙ্গীণ অস্ত্র। কীৰ্ত্তনসভায় আমোদ ও শিক্ষা দুইই একত্রে সংসাধিত হয়। সাধু তুকারাম স্বয়ং কীৰ্ত্তনকলায় পরিপক ছিলেন। তার মাধুৰীময় সঙ্কীৰ্ত্তন শুনতে লোকের দেশ দেশাস্তব হতে আসত। শিবাজী রাজা ও অবসরক্রমে সেই সভায় উপস্থিত হতেন। মঙ্গপতিকৃত ভক্তলীলামৃত গ্রন্থে আছে যে তুকারামের উপদেশ ও সংসর্গগুণে মহারাজের বৈরাগ্যোদয় হয়েছিল ; এমন কি, তিনি রাজকাৰ্য্য পরিত্যাগ করে বনে গিয়ে ধান ধারণায় নিযুক্ত থাকতেন । ভাবতী অগ্রহায়ণ, ১৩২০ তুকারাম আবার সদুপদেশ দিয়ে তাকে তার কৰ্ম্মক্ষেত্রে ফিরিয়ে আনেন । এক্ষণকার কালে রুচির পরিবর্তন যেমন বাঙ্গালাদেশে দেখা যায় ওদিকে ও তেমনি । এখন সৰ্ব্বত্র নাটকের পালা পড়েছে, যাত্রা কথা কীৰ্ত্তন এ সব কারে ভাল লাগে না । মারাঠীদের মধ্যেও ভাল ভাল নাটকমণ্ডলী আছে, তারা শকুন্তলা, মৃচ্ছকটী, নারায়ণরাও পেশওয়া বধ প্রভৃতি নাটকের অভিনয় করে । ওদেশে সে সব নাট্যকারদের পশর ভারী। এই সকল নাট্যে গণপতি সরস্বতী প্রভৃতি দেবদেবীর নৃত্যগীত হবার পর রীতিমত কথাবস্ত হয়। অভিনয়ের প্রারম্ভে ময়ুরবাহন বীণাপাণি নৃত্য করতে করতে রঙ্গভূমিতে অবতীর্ণ হন। ওদেশে সরস্বতীর বাহন—ময়ুর । গিলগিটদিগের বিবাহ উৎসব গিলগিটদিগের বিবাহপ্রণালী অত্যন্ত কৌতুকজনক। বালকগণ ষোড়শ কি সপ্তদশ বর্ষে পদার্পণ করিলে পিতামাতার পাত্রী অন্বেষণে ব্যস্ত হন । র্তাহার কোন পাত্রীর সন্ধান পাইলে গ্রামের প্রধানগণকে সংবাদ দিয়া এবং পাণ্ডাদিগকে ভোজ্যদ্রব্যে পরিতুষ্ট করিয়া কস্তার পিতামাতার নিকট বিবাহ প্রস্তাব উত্থাপন করিতে তাহাদিগকে অনুরোধ করেন। প্রধানমহাশয়েরা এই প্রতিকর সংবাদ লইয়া কস্তার পিতার নিকট উপস্থিত হন । কস্তার পিতা তাহাদিগকে যত্বপূৰ্ব্বক ২৩ দিন ভোজন করান এবং স্বীয় গ্রামের প্রধানদিগকে ও আত্মীয় স্বজনকে আহ্বান করিয়া একটা মজলিসে এই বিষয়ের মীমাংসা করেন। পরে কন্যার পিতার সম্মতি পাইলে উভয়পক্ষ তাছাদের রীতি অনুসারে একখানি প্রার্থনাপত্ৰ পাঠ করে । এইরূপে বিবাহের সম্বন্ধ পাকা হইয়া যায়। এই নুতন আত্মীয়তার নিদর্শন স্বরূপ বরের পিত। কস্তার পিতাকে নিম্ন লিখিত দ্রব্যগুলি উপঢৌকন প্রদান করে— ধুতি—৫ গজ চ ১ট, ছুরি—১ খান । দড়ি ১ গাছি । তৎপর বিবাহউৎসবের দিন স্থির হইলে বরের পিতা গৃহে ফিরিয়া আইসেন। বিবাহের নিৰ্দ্ধারিত দিবসের একপক্ষ পূৰ্ব্বে বরের পিত বা অভিভাবক তিন তুলু (১তুলু-৮মাসার সমান) স্বর্ণ লইয়া পাত্রীপক্ষের বাটতে উপস্থিত হইয়া এই স্বর্ণ কঙ্কণর পিতাকে