পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/১৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ম, অষ্টম সংখ্যা উহা যে রাজ লেখনী-প্রস্থত তাহার প্রমাণ প্রস্তাবনার এক-একটি শ্লোকে লিপিবদ্ধ রহিয়াছে। "শ্ৰীহৰ্ষ নিপুণ কবি...ইত্যাদি” ( রত্নাবলী প্রিয়দর্শী, নাগানন্দ ) কিন্তু বহুদিন হইতে একটা কিংবদন্তী চলিয়া আসিতেছে, এবং বহু পণ্ডিত কর্তৃক উহা সমর্থিত হইয়াছে যে রাজা শ্ৰীহৰ্ষ উক্ত নাটক গুলির রচয়িত নহেন। “কাব্য প্রকাশ” শুধু রাজার দাতব্যতার কথা স্মরণ করাইয়া বলিয়াছেন,— “রাজা বাণ কবিকে প্রভূত অর্থদান করিয়াছিলেন” ইত্যাদি... ;” কিন্তু ভাষ্যকারের সকলেই উক্ত বাক্যটির সম্বন্ধে একটি কাহিনী বিবৃত করিয়া থাকেন –ঐহর্ষ বাণ কবির নিকট হইতে মূল্য দিয়া “রত্নাবলী” নাটক খানি ক্রয় করেন। ভাষ্যকারদিগের ঐকমত্য সত্ত্বেও উহা হইতে কিছুই সপ্রমাণ হয় না । খুব সম্ভব উহার পরস্পরের অবিকল নকল করিয়াছে। নাট্য-সাহিত্যে হর্ষের নাম নাট্যঅঙ্গ “নাটকার” সহিত জড়িত। রত্নাবলীও প্রিয়দর্শিক উভয়ই উক্ত শ্রেণীর অন্তভূর্ত। এই দুই নাটিকার অাখ্যান-বস্তুটি রাজী বৎস সুইস্দিগের গার্হস্থ্য জীবন $२१” উদয়নের যুগ হইতে গৃহীত। এই চপলচিত্ত নৃপতির প্রেম-লীলা উক্ত দুই নাটকাতেই বর্ণিত হইয়াছে। ইতিপূৰ্ব্বে দ্বাস-কবিও উহ নাট্যাকারে প্রদর্শন করেন। কালিদাসের নাটকে, বিশেষত মালবিকাগ্নিমিত্রে যে সকল অবস্থা, যে সকল ঘটনা, বর্ণিত হইয়াছে, যে সকল নাট্য-কৌশল প্রযুক্ত হইয়াছে, হর্ষ অসঙ্কোচে তাহা গ্রহণ করিয়াছেন এবং উহার মধ্যে যাহা কিছু মৌলিক বলিয়া আমাদের নিকট প্রতীয়মান হয় তাহাও পুৰ্ব্ববৰ্ত্ত নাটকারদিগের রচনাবলীর —বিশেষত ভাস-কবির রচনাবলীর অনুসরণে বা অনুকরণে লিখিত । যেমন মনে কর, অগ্নিদাহের চিত্রটি। ভারতীয় নাট্যসাহিত্যে নাটকীয় উদভাবনা-শক্তি সাধারণের নিকট তেমন সমাদৃত ছিল বলিয়া মনে হয় না। এবং সেইজন্ত হৰ্ষও ঘটনার বিচিত্র সম্মিলন প্রদর্শন করিয়া দর্শনকগুলীকে বিস্মিত করিতে প্রয়াস পান নাই। মালবিকার আখ্যানবস্তুর অবিকল পুনরাবৃত্তি রত্নাবলীতে দৃষ্ট হয়। কেবল নামগুলিই পৃথক । ( ক্রমশ: ) শ্ৰীজোতিরিন্দ্রনাথ ঠাকুর । সুইস্দিগের গার্হস্থ্য জীবন তাল্পসের (Alps) বরফ প্রাচীরঘেরা ক্ষুদ্র সুইজারল্যাণ্ড যুরোপের নক্সায় বাস্তবিকই এতটুকু এক টুকরা স্থান ব’লেই মনে হয়। কারণ হল্যাণ্ড প্রভৃতি দেশের দ্যায় সুইজারল্যাণ্ড সমতল এবং নিম্নভূমি না হওয়ায় সাধারণ নক্সায় ইহার আয়ত্বন এবং জমির পরিমাণ ঠিক বোঝা যায় না। তার পর, ইহার আকাশভেদী পৰ্ব্বতমালা, অনন্ত তুষার ক্ষেত্র, বরফগলা নদী, হিম-ভরা অন্ধকার গিরিকদের, পাহাড়ের কোণে আধ ঘুমন্ত হ্রদ, কুয়াসাচ্ছন্ন ফার (Fir) পাইনের জঙ্গল, মুন্দর ঝরণা, জলপ্রপাত্ত